স্বাধীনতার পর এই প্রথম, কাশ্মীরের সারদা মাতা মন্দিরে অনুষ্ঠিত হলো নবরাত্রি পূজা



Updated: 17 October, 2023 3:40 am IST

স্বাধীনতার পর এই প্রথম নবরাত্রি পূজা অনুষ্ঠিত হলো কাশ্মীরের কুপওয়ারা জেলার সারদা মাতা মন্দিরে। গত ১৫ই অক্টোবর ওই মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা জানান।

উল্লেখ্য, ইসলামিক সন্ত্রাসবাদীদের হামলায় সীমান্তের কাছে অবস্থিত সারদা মাতা মন্দিরটি ভাঙা পড়েছিল। সেই থেকেই মন্দিরটি অবহেলায় পড়ে ছিল। কেন্দ্র সরকার ঐতিহাসিক মন্দিরটির পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। নতুন করে নির্মাণ করা হয় মন্দিরটিকে। মন্দিরে যাওয়ার রাস্তা নির্মাণ করা হয় এবং মন্দিরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। আশেপাশের এলাকার হিন্দু সংখ্যালঘুদের কাছে অত্যন্ত পবিত্র এই মন্দিরটি পুনরায় সচল করতে এগিয়ে আসেন দেশের বিখ্যাত সাধু-সন্তরাও। মন্দির পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার পর এই বছরের মার্চ মাসে মন্দিরটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মন্দিরে পূজা উপলক্ষে আশেপাশের জেলা থেকে বিশাল সংখক হিন্দু উপস্থিত ছিলেন। কর্ণাটকের হাম্পি থেকে উপস্থিত হয়েছিলেন স্বামী গোবিন্দানন্দ সরস্বতী মহারাজ এবং তাঁর শিষ্যরা। এছাড়াও, কাশ্মীরের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু পন্ডিত সম্প্রদায়ের বিখ্যাত ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন এই পূজা উপলক্ষে।

প্রসঙ্গত, কাশ্মীরের সারদা মাতা মন্দির একটি প্রাচীন ও ঐতিহাসিক মন্দির। ১৯৪৭ খ্রিস্টাব্দে কাশ্মীরের ভারতে অন্তর্ভুক্তির সময়ে হওয়া যুদ্ধে ইসলামিক সন্ত্রাসবাদীদের হাতে আক্রান্ত হয় মন্দিরটি। ভেঙে দেওয়া মন্দিরটি এবং স্থানীয় হিন্দুদের প্রায় সকলেই এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ফলে সেই থেকে ভগ্ন অবস্থায় পড়ে ছিল মন্দিরটি। কয়েক বছর আগে মন্দিরটির পুনরুদ্ধারে উদ্যোগ নেন রবিন্দর পন্ডিতা নাম এক কাশ্মীরি হিন্দু পন্ডিত। তিনি মন্দির উদ্ধারে আন্দোলন শুরু করেন। এই আন্দোলনে তাঁর পশে এসে দাঁড়ান দেশের বিখ্যাত সাধুরা। সেই আন্দোলনের পরই মন্দিরটির পুনর্নির্মাণে উদ্যোগী হয় কেন্দ্র সরকার।