লিভ-ইন পার্টনারকে কুপিয়ে খুন করার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম রেণুকা(২৪)। গত ৫ই সেপ্টেম্বর ঘটনাটি ঘটে কর্ণাটকের বেঙ্গালুরু(Bengaluru) শহরের হুলিমাভু থানা এলাকার অক্ষয় নগরে।
খবর অনুযায়ী, মৃত যুবকের নাম জাভেদ(২৯)। সে কেরালার কান্নুরের বাসিন্দা। জাভেদ শহরের মাদিয়ালা এলাকায় একটি মোবাইল সারানোর দোকানে কাজ করতো। বেশ কয়েক বছর ধরে জাভেদ এবং রেণুকা লিভ-ইন সম্পর্কে ছিলেন।
কয়েক বছর আগে রেণুকার সঙ্গে আলাপ হয় জাভেদের। তারপর থেকেই তাঁরা লিভ-ইনে থাকতে শুরু করেন। কর্ণাটকের বেলাগাভির বাসিন্দা রেণুকা প্রায়শঃই বেঙ্গালুরুর বিভিন্ন বার ও পাবে যেতেন। সেখানেই জাভেদের সঙ্গে আলাপ হয় তাঁর। পরে দুজনে অক্ষয় নগরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। কিন্তু ইদানিং প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া লেগে থাকতো।
রেণুকার অভিযোগ, অন্য তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল জাভেদের। কিন্তু বারবার জিজ্ঞেস করলে অস্বীকার করতো জাভেদ। আর এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো।
ঘটনার দিন ঝগড়া চলাকালীন রাগের মাথায় জাভেদের বুকে ছুরি বসিয়ে দেয় রেণুকা। ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে জাভেদ। তখন রেণুকা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষন পরে জাভেদের মৃত্যু হয়। মৃত্যু সংবাদ শুনে ভাড়া বাড়িতে পালিয়ে আসে রেণুকা। সেখান থেকে পালানোর পরিকল্পনা করছিল সে।
কিন্তু বাড়ির মালিক বাইরে থেকে তালা বন্ধ করে পুলিশে খবর দেন। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং রেনুকাকে গ্রেপ্তার করে। ঘটনায় ভাড়া বাড়ির মালিক গণেশ লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।