ঝাড়খণ্ড: মহরমের তাজিয়া লাগলো বিদ্যুতের তারে, মৃত ৪ ও আহত ১৩



Updated: 29 July, 2023 7:03 am IST

মহরমের দিন মর্মান্তিক ঘটনা ঘটলো ঝাড়খণ্ডের বোকারোতে। তাজিয়ার চূড়া হাই ভোল্টেজ বিদ্যুতের তারে লেগে মৃত্যু হলো ৪ জনের। বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩ জন। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, আজ সকাল ৬টায় মহরম উপলক্ষে একটি মিছিল বের হয়েছিল বেরমো এলাকায়। তাজিয়া তোলার সময় উপরে থাকা ১১,০০০ ভোল্টের বিদ্যুৎ এর তারে লেগে যায়। তাজিয়ার ভিতরে থাকা সাউন্ড সিস্টেমের জন্য ব্যবহৃত ব্যাটারিতে বিস্ফোরণ হয়। বিদ্যুৎপৃষ্ট হওয়া এবং ব্যাটারি বিস্ফোরণের কারণে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আহত হয় ১৩ জন।

তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে ডিভিসি বোকারো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর অনুযায়ী, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে ত্রিপুরায় রথযাত্রার সময় রথের চূড়া বিদ্যুতের তারে লেগে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনা ঘিরে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। অনেকেই উদ্যোক্তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ঘটনা ঘটলো ঝাড়খণ্ডে।