প্রেমিক জোহর মেহমুদ গানাইয়ের হাতে নৃশংসভাবে খুন হলেন ২৬ বছর বয়সী দাঁতের চিকিৎসক সুমেধা শর্মা। হোলির দিনে জম্মুর জানিপুরে ঘটনাটি ঘটে। প্রেমিকাকে খুন করে নিজে ফেসবুকে পোস্ট করে আত্মহত্যা করার কথা জানায় প্রেমিক জোহর।
খবর অনুযায়ী, হোলি উদযাপন করতে প্রেমিকের সঙ্গে বের হয় সুমেধা। বাইরে কিছুক্ষন সময় কাটিয়ে পোম্পস কলোনিতে জোহরের বাড়িতে যায় সুমেধা। সেখানেই দুজনের মধ্যে কোনও কারণে ঝগড়া বাঁধে। সেই সময় রান্নাঘরের ছুরি নিয়ে সুমেধাকে এলোপাথাড়ি কোপায় জোহর। সেখানেই মৃত্যু হয় তাঁর।
প্রেমিকাকে খুন করার পর ফেসবুক একটি পোস্ট করেন জোহর। সেই পোস্টে তিনি লেখেন যে জীবনের প্রতি বিরক্ত হয়ে আত্মহত্যা করছে সে। সেই পোস্ট জোহরের এক আত্মীয় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত জোহরের বাড়িতে পৌঁছে যায় এবং জোহরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে সে।
জোহর জানায় যে সুমেধাকে খুন করার পর সে আত্মহত্যা করতে নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করে সে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় যে সুমেধা এবং জোহর দুজনে একসঙ্গে দাঁতের ডাক্তারি পড়েছিলেন। সেই সময় দুজনের পরিচয় এবং তারপর থেকেই তাদের প্রেম। বিডিএস সম্পূর্ণ করার পর সুমেধা দিল্লীতে এমডিএস পড়ছিলেন। হোলি উপলক্ষে জম্মুতে এসেছিল সে। আর ওইদিনই প্রেমিকের হাতে খুন হয় সুমেধা।