জম্মু-কাশ্মীর: বোর্ডে ‘জয় শ্রী রাম’ লেখায় হিন্দু ছাত্রকে বেধড়ক মারধর, গ্রেপ্তার শিক্ষক ফারুক আহমেদ; পলাতক প্রিন্সিপাল মহম্মদ হাফিজ



Updated: 27 August, 2023 6:01 am IST

দেশে ক্রমাগত বেড়ে চলেছে হিন্দুদের প্রতি ঘৃণার ঘটনা। পূর্বে ইসলামিক মৌলবাদীদের মধ্যে হিন্দুদের প্রতি ঘৃনা থাকলেও, বর্তমানে শিক্ষিত মুসলিমদের মধ্যেও এমন ঘটনা দেখা যাচ্ছে। তেমনই একটি ঘটনার খবর এলো জম্মু কাশ্মীরের কাঠুয়া থেকে।

অভিযোগ, স্কুলের এক হিন্দু ছাত্র ক্লাসের বোর্ডে ‘জয় শ্রী রাম’ লেখেন। আর তা জানতে পেরেই ওই হিন্দু ছাত্রকে বেধড়ক মারধর করেন স্কুলের শিক্ষক ফারুক আহমেদ এবং প্রিন্সিপাল মহম্মদ হাফিজ। মারধর এতটাই গুরুতর ছিল যে ওই ছাত্র বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন

ইতিমধ্যে ওই স্কুল ছাত্র(দশম শ্রেণীতে পাঠরত)-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ওই ছাত্র বলে যে তাকে ব্যাপক গালাগালি করার পাশাপাশি বেধড়ক মারধর করেছে স্কুলের শিক্ষক ফারুক আহমেদ এবং প্রিন্সিপাল মহম্মদ হাফিজ।

সেই ভিডিও সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন হিন্দুরা। বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় পুলিশের কাছে। এরপরই অভিযুক্ত দুই মুসলিম শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪২, ৫০৪, ৫০৬ এবং ৭৫ ধারায় মামলা দায়ের করে। ঘটনার তদন্তে একটি বিশেষ টিমও গঠন করা হয়।

তারপরই গতকাল স্কুলে অভিযান চালিয়ে এক শিক্ষক ফারুক আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। তবে স্কুলের প্রিন্সিপাল ওইদিন স্কুলে আসেননি। ফলে তাঁর খোঁজে তাঁর বাড়িতে যায়, কিন্তু সেখানেও তাকে খুঁজে পায়নি পুলিশ। বর্তমানে প্রিন্সিপাল মহম্মদ হাফিজ পলাতক রয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি চলছে।