জেরুজালেম: প্রার্থনাস্থলে ইসলামিক জঙ্গির হামলা, মৃত্যু ৭ ইহুদির



Updated: 28 January, 2023 6:36 am IST

ইসলামিক সন্ত্রাসবাদী হামলার শিকার হলো ইজরায়েলের জেরুজালেম। একটি সিনাগগে প্রার্থনা চলাকালীন হামলা চালালো প্যালেস্তানিও জঙ্গি। ওই জঙ্গির ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হলো ৭ জন ইহুদির। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ ইহুদি।

খবর অনুযায়ী, ২৭শে জানুয়ারি, শুক্রবার রাত ৮.১৫ নাগাদ জেরুজালেমের সিনাগগে পার্থনা চলছিল। সেই সময় বন্দুক নিয়ে হাজির হয় এক জঙ্গি। এলোপাথাড়ি গুলি চালিয়ে গাড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় ওই জঙ্গির।

পুলিশের দেওয়া খবর অনুযায়ী, জঙ্গির গুলিতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। যদিও ওই জঙ্গির পরিচয় এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে ইজরায়েলি পুলিশ ওই প্যালেস্তানি জঙ্গির পিতা মাতাকে গ্রেপ্তার করে।

জঙ্গি হামলায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ইজরায়েলের মন্ত্রী ইতামার বেন গাভীর (Itamar Ben-Gvir) জানান, “নিজেদের নিরাপত্তায় ইহুদি নাগরিকদের বন্দুক রাখার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”