ইজরায়েলে হামাসের বর্বরতা: ৪০ জন ইহুদি শিশুকে মাথা কেটে খুন



Updated: 11 October, 2023 7:00 am IST

ইজরায়েলের মাটিতে ইসলামিক জঙ্গি গোষ্ঠী হামাসের বর্বরতা দেখলো বিশ্ব। ইজরায়েলের নারী ও পুরুষের পাশাপাশি নৃশংসভাবে হত্যা করা হয়েছে ছোট ছোট শিশুদের। আর এই খবরে কেঁপে উঠেছে গোটা বিশ্ব।

উল্লেখ্য, গত ১০ই অক্টোবর ইজরায়েলের সীমান্তবর্তী এলাকা কফ্রা আজা (Kfra Aza)-তে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে যায় ইজরায়েলি সেনাবাহিনী আইডিএফ-এর সদস্যরা। সেখানে হামাসের বর্বরতা দেখে চমকে ওঠেন তাঁরা। তাদের মাধ্যমেই নৃশংসভাবে শিশুদের হত্যা করার ঘটনার কথা জানতে পারে বিশ্ব।

খবর অনুযায়ী, ওই অঞ্চলে হামাস জঙ্গিরা হানা দিয়ে প্রায় ৭০ জন মানুষকে বন্দী বানায়। পরে একে একে তাদের সবাইকে গলা কেটে নৃশংসভাবে খুন করে তাঁরা। ওই এলাকায় থাকা ৪০ জন শিশুও নৃশংসতার শিকার হয়। সব শিশুকে মাথা কেটে হত্যা করা হয়।

শিশুদের নৃশংসভাবে হত্যা করার বিষয়ে ইজরায়েল সেনার মেজর জেনারেল ইতাই ভেরুব বলেন, “এটা যুদ্ধ নয়, এটা আসলে গণহত্যা।”

তিনি আরও বলেন, “এরকম দৃশ্য আমার জীবনে কখনও দেখিনি। একই পরিবারের সবাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, বাবা মা ও সন্তান সবাইকে খুন করা হয়েছে। এমন হত্যা ইউরোপে করা হয়েছিল, আমি আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম। কিন্তু ইজরায়েলের ইতিহাসে এমন ঘটনা প্রথম।”