আল জাজিরাকে নিষিদ্ধ করলো ইজরায়েল; নেতানিয়াহু বললেন, ‘জঙ্গিদের চ্যানেল’



Updated: 02 April, 2024 7:44 pm IST

ইসলামিক রাষ্ট্র কাতারের দেওয়া অর্থে চলা মিডিয়া প্ল্যাটফর্ম ‘আল জাজিরা’- কে নিষিদ্ধ করলো ইজরায়েল। গত ১লা এপ্রিল, ২০২৪ এক আইন পাস করার মাধ্যমে আল জাজিরাকে নিষিদ্ধ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘X’- এ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিব্রু ভাষায় লিখেছেন, “আল জাজিরা ইজরায়েলের নিরাপত্তার জন্য বিপদজনক। চ্যানেলটি অক্টোবর ৭- এর গনহত্যার সপক্ষে সক্রিয়ভাবে প্রচার চালিয়ে গিয়েছে এবং ইজরায়েলি সেনার বিরুদ্ধে ক্রমাগত উস্কানিমূলক প্রচার চালিয়ে গিয়েছে। হামাসের মুখকে দেশ থেকে মুছে ফেলার এটাই সঠিক সময়। জঙ্গিদের চ্যানেল আল জাজিরা আর ইজরায়েলের মাটিতে চলবে না।”

উল্লেখ্য, ২০২৩ খ্রিস্টাব্দের অক্টোবর মাসের ৭ তারিখে ভয়াবহ হামলার শিকার হয় ইজরায়েল। জঙ্গি গোষ্ঠী হামাস আক্রমণ করে। রীতিমত ইহুদি গনহত্যা চালায় হামাস। বহু ইজরায়েলি নাগরিককে অপহরণ করে গাজায় নিয়ে যায় হামাস জঙ্গিরা। দেশের নাগরিকদের উদ্ধার করতেই বিশেষ অভিযানে নামে ইজরায়েলের সেনাবাহিনী।

কিন্তু অভিযোগ, আল জাজিরা(Al Jazeera) ক্রমাগতই হামাসের সমর্থনে কাজ করে গিয়েছে। হামাস জঙ্গিদের অপরাধকে লঘু করে দেখানোর পাশাপাশি ইজরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রচার চালিয়ে গিয়েছে আল জাজিরা। ক্রমাগত ইজরায়েলি সেনার বিরুদ্ধে উস্কানিমূলক লেখা প্রকাশ করেছে আল জাজিরা।

আর এই কারণেই আল জাজিরাকে নিষিদ্ধ করার উদ্যোগ নেয় ইজরায়েল। সংবাদ মাধ্যমটিকে নিষিদ্ধ করতে আইন পাস করেন যোগাযোগ মন্ত্রী শোলমো করাই। সেই আইনকে সমর্থন জানান সংসদ ‘নেসেট’- এর বেশিরভাগ সদস্যই। ফলে সহজেই পাস হয়ে যায় আইনটি।

নতুন পাস হওয়া এই আইনের ফলে সরকার চাইলে যে কোনো মিডিয়া হাউসকে নিষিদ্ধ করতে পারে।

আইন পাস হওয়ার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যোগাযোগ মন্ত্রী শোলমো করাই বলেন, “হামাসের মুখপত্রের জন্য ইজরায়েলের মাটিতে কোনও বাকস্বাধীনতা থাকবে না।”