ইসলামই ভারতকে ‘গনতন্ত্র’ উপহার দিয়েছে: আসাদুদ্দিন ওয়েসি



Updated: 17 January, 2023 8:32 am IST

ইসলামই ভারতকে ‘গনতন্ত্র’ উপহার দিয়েছে, এমনই এক আজব মন্তব্য করলেন মুসলিম রাজনৈতিক দল মীম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদ উদ্দিন ওয়েসী। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ইসলামই ভারতকে গণতন্ত্র উপহার দিয়েছে। আর তাঁর এমন মন্তব্য সামনে আসার পরই শুরু হয়েছে সমালোচনা।

ভিডিওতে ওয়েসীকে বলতে শোনা যাচ্ছে, “ইসলামের শেষ তিন কারাভান এই দেশে এসেছিলেন এবং এখানেই থেকে গিয়েছিলেন। আমরা আমাদের সম্পদকে এই দেশে নিয়ে এসেছিলাম। আমরা আমাদের বন্ধ দরজা খুলেছিলাম এবং আমরা সবকিছু এই দেশকে দিয়েছি। কিন্তু সব থেকে অমূল্য জিনিস আমরা ভারতকে উপহার দিয়েছি, তা হলো ‘গনতন্ত্র’।

উল্লেখ্য, ভারতের মাটিতে সক্রিয় ইসলামিক মৌলবাদীদের মুখে এর পূর্বে অনেক দাবি শোনা গিয়েছিল যে ইসলাম বহু জিনিস ভারতবর্ষকে দিয়েছে। অতীতে একদল ইসলামিক মৌলবাদী দাবি করেছিলেন যে ইসলাম আসার পূর্বে ভারতের লোক চিকেনকারী এবং বিরিয়ানি রান্না করতে জানতো না। ইসলামের হাত ধরেই ভারতের লোক এই দুটি রান্না শিখেছেন। কিন্তু সেই সব দাবির সামনে বানানো গল্প ছাড়া আর কোনও প্রমাণ পেশ করতে পারেনি তাঁরা।

আর এবার ভারতের প্রাচীন গনতন্ত্র নিয়ে আজব এবং হাস্যকর দাবি করে বসলেন মুসলিম রাজনৈতিক দলের নেতা আসাদুদ্দিন ওয়েসী। তাঁর এমন দাবি ঘিরেই নেটদুনিয়ায় উঠেছে হাসির রোল। অনেকে আবার আসাদুদ্দীন ওয়েসীকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। অনেকে বলছেন, ইসলামই যদি ভারতকে গনতন্ত্র দিয়ে থাকে, তবে পৃথিবীর একাধিক ইসলামিক রাষ্ট্রে গণতন্ত্রের অস্তিত্ব নেই কেনো? তবে নেটদুনিয়ায় তাঁর মন্তব্য নিয়ে সমালোচনা হলেও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি ওয়েসী।