হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হলো ইরানের ইসলামিক শাসক তথা দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির। সেই সঙ্গে মৃত্যু হয়েছে দেশটির বিদেশ মন্ত্রীরও। গতকাল সন্ধ্যা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে তাঁর হেলিকপ্টার।
গতকাল সন্ধ্যায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়ে রাষ্ট্রপতির হেলিকপ্টার। উত্তর ইরানের পাহাড়ি অঞ্চলে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।
এদিকে দুর্ঘটনার খবরে তোলপাড় পড়ে যায় ইরানে। ইরানের সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি দিয়ে নামে উদ্ধার কাজে। নামানো হয় ড্রোনও। প্রায় ১২ ঘণ্টা অভিযানের পর খোঁজ পাওয়া যায় হেলিকপ্টারটির। তবে ঘটনাস্থলে প্রাণের কোনও খোঁজ পাননি উদ্ধারকারীরা।
ঘন্টাখানেক আগে ইরানের জাতীয় টিভি এক প্রতিবেদনে জানায় যে রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি, বিদেশ মন্ত্রী সমেত মোট ৮ জনের মৃত্যু হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে হেলিকপ্টার ভেঙে পড়ার পর তাতে আগুন ধরে যায়। আর তাতেই মৃত্যু হয়েছে রাইসি সমেত বাকিদের।
এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।