ইরান: মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করতে দেওয়া হলো বিষ



Updated: 28 February, 2023 5:58 am IST

ইরান থেকে চমকে দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। ছাত্রীদের স্কুলে যাওয়া আটকাতে তাদের খাবারে বিষ দিলো ইসলামিক মৌলবাদীরা। ইতিমধ্যেই বিষের কারণে ৫০ জনের বেশি ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারের খবর নেই।

খবর অনুযায়ী, ছাত্রীদের বিষ দেওয়ার ঘটনা ঘটেছে ইরানের কোম শহরে। বিষ দেওয়ার ঘটনা প্রথম জানাজানি হয় যখন এই শহরের একাধিক স্কুলের ছাত্রীরা একের পর এক অসুস্থ হতে শুরু করে। শ্বাসকষ্ট, কাশী নিয়ে একের পর এক ছাত্রী হাসপাতালে ভর্তি হতে শুরু করে। অসুস্থ ছাত্রীর সংখ্যা বাড়তে বাড়তে ৫০ পেরিয়ে যায়। তারপরই ঘটনার তদন্তে নামে ইরানের স্বাস্থ্য দপ্তর।

ইরানের ডেপুটি স্বাস্থ্য মন্ত্রী ইউনেস পানাহি জানান যে অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত এখনও চলছে। প্রাথমিকভাবে এটা পরিষ্কার যে ওই ছাত্রীদের খাবারে কোনোভাবে বিষ মেশানো হয়েছে। ছাত্রীরা যাতে স্কুল যেতে না পারে, তার জন্যই এমনটা করা হয়েছে বলে পানাহির অভিযোগ।

উল্লেখ্য, কোম শহরে ছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনা প্রথম সামনে আসে ২০২২ সালের নভেম্বর মাসে। ওই সময় থেকে একের পর এক স্কুলে অসুস্থ হয়ে পড়তে শুরু করে ছাত্রীরা। শেষ ঘটনা ঘটে এই বছরের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে। একটি স্কুলের ১৮ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সকলের উপসর্গ একই। তারপরই অভিভাবকরা সন্দেহ প্রকাশ করেন যে তাদের কন্যাদের বিষ দেওয়া হতে পারে। এরপরই ঘটনার তদন্তে নামে ইরানের স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক রিপোর্টে কোনরকম বিষ প্রয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। এতে ক্ষুব্ধ হয়ে অভিভাবকরা তাদের মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেন। কিন্তু পরে উচ্চ পর্যায়ের তদন্তে বিষ দেওয়ার কথা উঠে আসে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।

আপাতত দোষীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আপাতত কাউকে গ্রেপ্তার করার খবর নেই।