দেশজুড়ে CAA লাগু করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো রাজনৈতিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ(IUML)। তাদের দাবি, এই আইনে মুসলিম রাষ্ট্র থেকে আসা মুসলিমদের প্রতি বৈষম্য করা হয়েছে।
গত ১২ই মার্চ, মঙ্গলবার, সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করে মুসলিম লীগ। অতি শীঘ্রই আইনটি স্থগিত করার দাবি জানানো হয়েছে পিটিশনে। পিটিশনে বলা হয়েছে যে CAA আইনে মুসলিম রাষ্ট্র থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও মুসলিমদের জন্য কোনও ব্যবস্থা রাখা হয়নি। তাই এই আইন বৈষম্যমূলক। তাই এই আইন যেন লাগু না করা হয়, এমন নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।
মুসলিম লীগের তরফে আরও বলা হয়েছে যে CAA আইন অসাংবিধানিক। কারণ এই আইনে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। মুসলিম লীগ আরও দাবি করেছে যে তাঁরা নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে নয়, তবে মুসলিমদের বাদ দেওয়া হয়েছে, তাই এই আইনের বিরোধিতা করছে দলটি।
খুব শীঘ্রই পিটিশনটির শুনানি হওয়ার কথা।
প্রসঙ্গত, রাজনৈতিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ দক্ষিণের রাজ্য কেরালায় সক্রিয়। দলটি মহম্মদ আলি জিন্নার মুসলিম লীগের একটি ভগ্ন অংশ। দেশভাগের পর মুসলিম লীগ সারা দেশ থেকে মুছে গেলেও থেকে যায় কেরালায়। স্বাধীনতার পর কিছুদিন চুপচাপ থাকার পর দলটি নতুন নাম নিয়ে আত্মপ্রকাশ করে। তবে দলের নামে ‘মুসলিম লীগ’ থেকে যায়। এমনকি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে একাধিকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে দলটি। স্বয়ং রাহুল গান্ধী মুসলিম লীগকে ‘সেক্যুলার’ আখ্যা দিয়েছিলেন।
(Image Credits: Opindia.com)