হাওড়া: স্কুলে মুসলিম ছাত্রকে শাস্তি দেওয়ায় হিন্দু শিক্ষককে বেধড়ক মারধর, গ্রেপ্তার ২



Updated: 13 September, 2023 10:21 am IST

এক মুসলিম ছাত্রকে শাস্তি হিসেবে চড় মারায় ওই ছাত্রের অভিভাবক ও পাড়াপড়শিদের হাতে আক্রান্ত শিক্ষক। পরে ওই শিক্ষকের অভিযোগের ভিত্তিতে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ।

জানা গিয়েছে, গত সোমবার, ১১ই সেপ্টেম্বর, ওই স্কুলের ইংরেজির শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস ক্লাস নিচ্ছিলেন দশম শ্রেণীর বি সেকশনে। সেই সময় দেখেন যে এক ছাত্র পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না। তখন ওই শিক্ষক ওই ছাত্রকে ডেকে একটি চড় মারেন বলে অভিযোগ। ইতিমধ্যে স্কুলের টিফিনের ঘন্টা পড়ে যায়।

সেই সময় হঠাৎই কয়েকজন যুবক স্কুলের স্টাফরুমে ঢুকে পড়ে। তাঁরা ইংরেজির শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাসকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মারধর করে এবং ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দেয়। তারপরই স্কুল থেকে চলে যায় তাঁরা।

এদিকে পরের দিন অর্থাৎ মঙ্গলবার, ১২ই সেপ্টেম্বর, ওই শিক্ষককে মারধর করার কথা ছড়িয়ে পড়তেই স্কুলে ব্যাপক উত্তেজনা দেখা যায়। স্কুলের অন্য ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই বিক্ষোভে যোগ দেন স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। তাঁরা ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাতে থাকেন।

পরে ঐদিন শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। সেই অভিযোগের ভিত্তিতে স্কুলের সিসিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম শেখ মকবুল ও শেখ বিলাল। ধৃতদের গতকাল উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।