প্রকাশ হতে চলেছে হিন্দু জাতীয়তাবাদী পত্রিকা ‘দেশের ডাক’



Updated: 04 February, 2023 1:06 pm IST

আগামীকাল কলকাতা বইমেলায় প্রকাশ হতে চলেছে হিন্দু জাতীয়তাবাদী পত্রিকা ‘দেশের ডাক’। বাংলা ভাষায় হিন্দুত্ব এবং জাতীয়তাবাদের বিভিন্ন দিক তুলে ধরাই পত্রিকার উদ্দেশ্য, এমনটাই সূত্রের খবর।

জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ৫ই ফেব্রুয়ারি কলকাতা বই মেলায় জনবার্তার স্টলে(স্টল নম্বর- ৪৪৯) পত্রিকার শুভ উদ্বোধন হতে চলেছে। পত্রিকাটি মূলত বাংলা ভাষায় প্রকাশিত হবে এবং পত্রিকাটি হবে মাসিক। পত্রিকার সঙ্গে যুক্ত লোকজন জানাচ্ছেন যে মূলত জাতীয়তাবাদী প্রবন্ধ, গল্প, কবিতা প্রাথমিকভাবে প্রকাশিত হবে। পরবর্তীকালে বিশেষ কিছু খবর স্থান পেতে পারে পত্রিকাটিতে।

পত্রিকার লোগোটি যথেষ্ট অর্থবহ। অখণ্ড ভারতের ছবি দেওয়া এবং নিচে বড়ো হরফে পত্রিকার নাম রয়েছে। অখণ্ড ভারতের ছবি যে হিন্দু জাতীয়তাবাদীদের ঘোষিত স্বপ্ন, তা বলাই বাহুল্য। খবর অনুযায়ী, পত্রিকার সম্পাদনার দায়িত্বে রয়েছেন অতি পরিচিত বিজেপি নেতা শ্রী দেবজিৎ সরকার।

পত্রিকার সঙ্গে যুক্তরা জানাচ্ছেন যে প্রথম সংখ্যায় এক ঝাঁক নবীন ও প্রবীণ হিন্দুত্ববাদী চিন্তাবিদের লেখা স্থান পেয়েছে পত্রিকায়। ইতিমধ্যেই উৎসাহী নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রিকা নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন,এমনটাই দেখা গিয়েছে। আগামীদিনে রাজ্যের হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনে পথ দেখাবে পত্রিকাটি, এমনটাই আশা করছেন অনেকে।