নূহতে হওয়া হিন্দু বিরোধী হিংসার তদন্তে নেমে কংগ্রেস বিধায়ক মামন খানকে গ্রেপ্তার করলো হরিয়ানা পুলিশ। গতকাল ১৪ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার গভীর রাতে রাজস্থান থেকে মামন খানকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে নূহ জেলা আদালতে পেশ করা হবে।
পুলিশ জানিয়েছে, হিংসায় বড়ো ভূমিকা ছিল কংগ্রেস বিধায়কের। হিংসায় মদত দেওয়া, পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। হিংসার তদন্ত শুরু হওয়ার পরই রাজস্থানে পালিয়ে গিয়েছিলেন ওই কংগ্রেস বিধায়ক। গতকাল রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়, জানিয়েছেন হরিয়ানা পুলিশের ADGP মমতা সিং।
VIDEO | Security heightened outside district court in Nuh, Haryana where Congress MLA Mamman Khan, arrested earlier today in a case pertaining to the Nuh violence, will be produced later in the day. pic.twitter.com/3qOGV2gMHN
— Press Trust of India (@PTI_News) September 15, 2023
এদিকে আজ ওই কংগ্রেস বিধায়ককে আদালতে পেশ করা নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় চেকপোস্ট, বাড়তি বাহিনী মোতায়েন করার পাশাপাশি পুরো জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। নূহ জেলা আদালতের সামনে বিশাল পুলিশবাহিনীও মোতায়েন করা হয়েছে। এছাড়াও, পুরো জেলায় মসজিদের বাইরে শুক্রবারের নামাজ পড়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
Mobile internet was temporarily suspended in Haryana's Nuh District from 1000 hours on 15th September to 2359 hours on 16th September
— ANI (@ANI) September 15, 2023
We have imposed Section 144 CrPcin Nuh and we have also requested people to offer Friday prayers at their homes: SP Nuh pic.twitter.com/SaJZkWOyzr
উল্লেখ্য, হিন্দু বিরোধী হিংসার তদন্তে নেমে কংগ্রেস বিধায়ক মামন খানের ভূমিকার কথা জানতে পারে পুলিশ। তারপরই তদন্তের জন্য একাধিকবার ডেকে পাঠানো হয় তাকে। কিন্তু হাজির হননি তিনি।
প্রসঙ্গত, গত ৩১শে জুলাই, হরিয়ানার মেওয়াট অঞ্চলের নূহতে হিন্দু হিন্দু সম্প্রদায়ের ‘ব্রিজমন্ডল জলাভিষেক যাত্রা’-য় হামলা চালায় ইসলামিক মৌলবাদীরা। তারপরেই বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে হিন্দু বিরোধী হিংসা। সেই হিংসায় মৃত্যু হয় ৬ জনের।