জ্ঞানবাপী(Gyanvapi)-র সার্ভে চালাচ্ছে ASI। সেই সার্ভেতে বিগত দিনে হিন্দু মন্দিরের একাধিক চিন্হ খুঁজে পাওয়া গিয়েছে। এবার সেই সার্ভে বন্ধ করার আবেদন নিয়ে আদালতে হাজির হলো আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। তাদের অভিযোগ, সার্ভে করার বিষয়ে তাদের কোনও নোটিশ দেওয়া হয়নি। উল্লেখ্য, জ্ঞানবাপীর দেখাশোনা করে এই মসজিদ কমিটি।
গতকাল ৯ই আগস্ট, বারানসীর জেলা আদালতে মামলা দায়ের করে মসজিদ কমিটি। আবেদনে মসজিদ কমিটির দাবি, সার্ভের বিষয়ে তাদেরকে কোনও নোটিশ দেওয়া হয়নি। এমনকি সার্ভে কোন সময়ে করা হবে, তাও জানানো হয়নি এবং সার্ভে সঠিক পদ্ধতি মেনে করা হচ্ছে না বলে অভিযোগ মসজিদ কমিটির। তাই আদালত যেনো সার্ভে বন্ধ করার নির্দেশ দেয়।
এই আবেদনের ভিত্তিতে আদালত হিন্দু পক্ষকে আগামী ১৭ই আগস্টের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, গতকাল অর্থাৎ ৯ই আগস্ট পর্যন্ত, মোট ছয়দিন ধরে জ্ঞানবাপীর সার্ভে চলছে। গত ২১শে জুলাই বারানসীর জেলার আদালতের দেওয়া নির্দেশের ভিত্তিতেই সার্ভে চালাচ্ছে ASI। এই সার্ভে বন্ধ করার দাবিতে এর আগে এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল মসজিদ কমিটি। তবে সেই সব আবেদন খারিজ হয়ে যায়। তারপরই সার্ভে শুরু করে ASI। তবে সেই সার্ভে বন্ধ করার জন্য নতুন করে মামলা করলো মসজিদ কমিটি।