গুরু পূর্ণিমা উপলক্ষে অভূতপূর্ব দৃশ্যের স্বাক্ষী থাকলো আমেরিকা। দশ হাজার মানুষের সম্মিলিত কণ্ঠে পাঠ করা হলো গীতা(The Gita)। সোমবার টেক্সাসের অ্যালেন ইস্ট সেন্টারে এই অনুষ্ঠানটি হয়।
জানা গিয়েছে, গুরু পূর্ণিমা উপলক্ষে টেক্সাসে ‘ভগবদ গীতা পরায়ন যজ্ঞ’- এর আয়োজন করেছিল যোগা সঙ্গীতা ট্রাস্ট আমেরিকা এবং SGS গীতা ফাউন্ডেশন। এই অনুষ্ঠান ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বয়সের বাধা না থাকা বিভিন্ন বয়সের দশ হাজারের বেশি মানুষ মিলিত হয়েছিলেন টেক্সাসের অ্যালেন ইস্ট সেন্টারে।
আরও জানা গিয়েছে, গীতা পাঠ অনুষ্ঠানের নেতৃত্ব দেন পূজ্য গুরু গণপতি সচ্চিদানন্দ। সেই গীতা পাঠের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সুমধুর কণ্ঠে সম্মিলিত গীতা পাঠ মন জয় করেছে নেটিজেনদের।
উল্লেখ্য, এর আগে বড়ো বড়ো যোগা অনুষ্ঠান হলেও বিশাল সংখ্যক মানুষের সম্মিলিত কণ্ঠে গীতা পাঠ আমেরিকার ইতিহাসে এই প্রথম। মূলত গুরু পূর্ণিমা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গীতা পাঠ ও গুরু প্রণামের পাশাপাশি বৈদিক যজ্ঞের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে।