গুজরাটের সানন্দে দেশের প্রথম সেমিকন্ডাক্টর চিপের কারখানা, অনুষ্ঠিত হলো ‘ভূমি পূজন’



Updated: 24 September, 2023 3:19 am IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘আত্মনির্ভর ভারত’- এর দিকে দ্রুত এগিয়ে চলেছে দেশ। এবার সেই তালে তাল মিলিয়ে গুজরাটের সানন্দে স্থাপিত হতে চলেছে দেশের প্রথম সেমিকন্ডাক্টর চিপের কারখানা। ২২,৫০০ কোটি টাকা বিনিয়োগে কারখানাটি খুলছে মাইক্রন টেকনোলজি।

গতকাল সানন্দের শিল্প পার্কে কারখানার ভূমি পূজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মাইক্রন টেকনোলজির তরফে ভাইস প্রেসিডেন্ট গুরুশরণ সিং উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে, কারখানাটি ২০২৪ সাল নাগাদ উৎপাদন শুরু করবে। কারখানাতে চিপের উৎপাদনের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের প্রয়োজনে সেমিকন্ডাক্টর চিপের অ্যাসেম্বল করা হবে। কারখানা চালু হয়ে গেল সরাসরি ৫,০০০ এবং পরোক্ষে ১৫,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

তবে এই প্রকল্পে ভারত সরকারের বড়সড় যোগদান রয়েছে। কারখানা স্থাপনের ৫০ শতাংশ খরচ কেন্দ্র সরকার বহন করবে। বাকি ২০ শতাংশ খরচ বহন করা হবে সরকারের তরফে, তবে তা বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দেওয়ার মাধ্যমে।

উল্লেখ্য, কারখানা স্থাপন করবে টাটা। টাটার কোম্পানি ‘Tata Projects’ এই কারখানা নির্মাণের বরাত পেয়েছে। ভূমি পূজনের সঙ্গে সঙ্গেই টাটার সঙ্গে বিশেষ যুক্তি হয়েছে। টাটার তরফে জানানো হয়েছে যে খুব অল্প সময়ের মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কারখানা নির্মাণ সম্পন্ন করা হবে।