উত্তর প্রদেশ: তিন তালাক এবং নিকাহ হালালা থেকে বাঁচতে হিন্দু ধর্ম গ্রহণ করলেন মুসলিম শিক্ষিকা



Updated: 15 December, 2023 3:11 pm IST

ধর্মান্তরণের একটি অদ্ভুত ঘটনার খবর এলো উত্তর প্রদেশের বরেলি থেকে। তিন তালাক এবং নিকাহ হালালার অভিশাপ থেকে বাঁচতে সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করলেন এক মুসলিম তরুণী। হিন্দু ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম হয়েছে নেহা সিং।

জানা গিয়েছে, ওই তরুণীর পূর্বে নাম ছিল নেহা আসমত। নেহা একটি স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত। তিন তালাক এবং নিকাহ হালালা থেকে বাঁচতে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, জানিয়েছেন নেহা সিং।

নেহা সিং জানিয়েছেন, তাঁর পরিবার একজন মধ্যবয়স্ক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। খোঁজ নিয়ে নেহা জানতে পারেন যে ওই ব্যক্তি আগের স্ত্রীকে তালাক দিয়েছিলেন। তা জানার পরই বিয়ে থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে যান নেহা। ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি। হিন্দু ধর্ম গ্রহণ করার পরই উজ্জয়িনী শহরে অবস্থিত মহাকাল মন্দিরে পূজা দেন নেহা।

নেহা জানান যে স্বেচ্ছায় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন তিনি। হিন্দু ধর্ম গ্রহণ করায় তাঁর পরিবার পরিজন তাকে হেনস্থা করছে এবং নানাভাবে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন নেহা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে নিরাপত্তার আবেদনও জানিয়েছেন নেহা।