মেয়ের দেহাংশটুকু দিন, শেষকৃত্য করতে চাই; আদালতের দ্বারস্থ শ্রদ্ধার পিতা



Updated: 19 April, 2023 9:29 am IST

লাভ জিহাদের শিকার হয়ে নৃশংসভাবে খুন হওয়া শ্রদ্ধার দেহাংশ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তাঁর পিতা। তাঁর আবেদন এই যে মেয়ের দেহাংশ ফেরত পেলে হিন্দু রীতি মেনে শেষকৃত্য করতে চান। সেই আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৮ই মে শ্রদ্ধাকে গলা টিপে খুন করে তাঁরই প্রেমিক তথা লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা। তারপর করাত এবং ছুরি দিয়ে শ্রদ্ধার দেহকে ৩৫টি টুকরো করে। তারপর সেই টুকরোগুলোকে দিল্লীর আশেপাশের জঙ্গলে ফেলে দেয়। পরে তদন্তে নেমে পুলিশ শ্রদ্ধার দেহের কিছু হাড়গোড় উদ্ধার করে। তবে জঙ্গলে শ্রদ্ধার দেহের টুকরোর মাংস পশু খেয়ে ফেলায় দেহের সম্পূর্ণ অংশ উদ্ধার হয়নি। তারপর থেকেই সেইসব দেহাংশ আর তাঁর পরিবারকে ফেরত দেওয়া হয়নি।

শ্রদ্ধার পিতার দাবি যে তাঁর মেয়ের দেহাংশ তাকে ফেরত দেওয়া হোক। কারণ শ্রদ্ধা খুনের প্রায় বছর হতে চললো। হিন্দু রীতি অনুযায়ী শেষকৃত্য এবং বাৎসরিক শ্রাদ্ধ না করলে আত্মার মুক্তি পায় না। তাই মেয়ের দেহাংশ ফেরত দেওয়া হোক তাকে। এই মর্মে দিল্লী হাইকোর্টে আবেদন করেছেন শ্রদ্ধার পিতা।

শ্রদ্ধার পিতার হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী সীমা কুশওয়াহা। তিনি বলেন, ‘তিথি নক্ষত্র অনুযায়ী ৮ই মেয়ে শ্রদ্ধার শ্রাদ্ধ করতে চান তাঁর পিতা। তার আগেই আদলত দেহাংশ ফেরত দিতে নির্দেশ দিক। এটি একজন সন্তানহারা পিতার আবেদন। আদালত পিতার ভাবাবেগকে গুরুত্ব দিয়ে দেহাংশ ফেরতের নির্দেশ দেবে, এটাই আশা।’