দেশে লোকসভা নির্বাচন চলাকালীন এক টিভি শো-তে এসে একাধিক বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গজবা-ই-হিন্দের বিষয়ে প্রশ্নের উত্তরে যোগীর জবাব, “কেয়ামতের দিন পর্যন্ত গজবা-ই-হিন্দের স্বপ্ন সফল হবে না।”
টিভি শো ‘জনতা কি আদালত’ -এ অংশ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেই অনুষ্ঠানে একাধিক বিষয়ে খোলাখুলি জবাব দেন তিনি। রাম মন্দির থেকে কংগ্রেস, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, পাকিস্তান, সন্ত্রাসবাদ একাধিক বিষয়ে নিজের মত প্রকাশ করেন যোগী।
এই অনুষ্ঠান চলাকালীন এক দর্শক যোগীকে গজবা-ই-হিন্দের বিষয়ে প্রশ্ন করেন। যোগীকে প্রশ্ন করা হয় যে এখনও পর্যন্ত কিছু মানুষ ভারতে বসবাস করে, কিন্তু তাঁরা গজবা-ই-হিন্দের স্বপ্ন দেখে, তাঁরা ভারত দখল করে শাসন করার স্বপ্ন দেখে। তাঁর উত্তরে যোগী বলেন যে ওই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, কখনও বাস্তবের মুখ দেখবে না।
যোগী আদিত্যনাথ বলেন, “গজবা-ই-হিন্দের স্বপ্ন কেয়ামতের দিন পর্যন্ত সফল হবে না। আমার কথা লিখে নিন, বহু প্রজন্ম পচে যাবে, তবুও এই স্বপ্ন সফল হবে না। বরং মোদীজির নেতৃত্বে ভারত সুপারপাওয়ারে পরিণত হবে।”
এছাড়াও, যোগী আদিত্যনাথ অযোধ্যার রাম মন্দির সম্বন্ধে রাহুল গান্ধীর ছড়ানো মিথ্যা অপবাদের জবাব দেন। রাহুল গান্ধী কিছুদিন আগে অভিযোগ করেছিলেন যে আদিবাসী হওয়ার কারণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়নি। সেই অভিযোগের উত্তরে যোগী আদিত্যনাথ বলেন যে মোদীজির প্রচেষ্টা ও অনুপ্রেরণার কারণে ভারতের সর্বোচ্চ পদে প্রথমবার কোনও আদিবাসী শপথ নিয়েছেন। তারপরেও কিছু মানুষ তা নিয়ে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে।