গুজরাট দাঙ্গা(Gujrat riots) নিয়ে বিবিসির প্রকাশিত তথ্যচিত্র অপপ্রচার ও মনগড়া। শুধু তাই নয়, পরিকল্পিতভাবে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভূমিকাকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা যথেষ্ট অবমাননাকর। আর এমন চিত্রায়ণকে ভারত কোনোভাবেই মেনে নেবে না, সাফ জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।
গতকাল অর্থাৎ ১৯শে জানুয়ারি, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বাগচী জানান যে বিবিসি(BBC)-র এমন তথ্যচিত্র অপপ্রচার ও মিথ্যা ন্যারেটিভ তুলে ধরেছে। আমরা মনে করি এমন অথ্যচিত্র ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ
অরিন্দম বাগচী আরও বলেন, ‘এই তথ্যচিত্রকে কিছু মানুষের ব্যক্তিগত এজেন্ডা এবং চিন্তাভাবনার মত করে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও তথ্যচিত্রে ব্রিটেনের তৎকালীন সেক্রেটারি জ্যাক স্ট্র-এর করা মন্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বাগচী। তিনি বলেন, ‘ব্রিটেনকে তাদের ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ওদের ভুলে গেলে চলবে না যে ওরা এখন আর ভারত শাসন করে না।”
উল্লেখ্য, গুজরাট দাঙ্গা নিয়ে করা তথ্যচিত্রে জ্যাক স্ট্র-কে বলতে শোনা যাচ্ছে যে গুজরাট দাঙ্গার পর আমরা একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম এবং তাঁরা তদন্তের রিপোর্ট জমা দিয়েছিল। এই মন্তব্য তুলে ধরে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জবাব দেন বাগচী।
বাগচী বলেন, ‘আমরা এই জন্যই বারবার ঔপনিবেশিক মানসিকতার(Colonial mindset) কথা বলি। বারবার কূটনৈতিকদের পাঠানো, তদন্ত(investigation) করার কথা বলতে শোনা যাচ্ছে। ওরা ঐখানে কী করতে গিয়েছিল? ওরা কি এখনও এই দেশ শাসন করে নাকি?‘
Image credits: Navbharat Times