ফের আর একবার ভগবান শ্রী রামচন্দ্র সম্বন্ধে নোংরা মন্তব্য করে বসলেন বামপন্থী চিন্তাধারার লেখক কে এস ভগবান। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “প্রতি সন্ধায় রামচন্দ্র সীতার সঙ্গে বসে মদ্যপান করতেন।’’ আর এমন মন্তব্য সামনে আসার পর শুরু হয়েছে নিন্দার ঝড়।
কেএস ভগবান বলেন, “রামরাজ্য তৈরির কথা হয় সর্বদা। কিন্তু, বাল্মিকীর রামায়নের উত্তর কাণ্ডে যা উল্লেখ করা রয়েছে, তা পড়লেই বোঝা যাবে, রামচন্দ্র মোটেই আদর্শ পুরুষ নন। ১১ হাজার পর নয় বরং ১১ বছর শাসন করেছিলেন রাম। সে তাঁর স্ত্রীকে বনবাসে পাঠিয়ে দেয় অথচ তাঁকে নিয়ে বিন্দুমাত্রও চিন্তিত ছিলেন না। একটি গাছের নীচে বিশ্রামরত শূদ্র জাতির শম্ভুককে হত্যা করেছিলেন। এরপরও বলবেন রামচন্দ্র আদর্শবান?”
উল্লেখ্য, কর্ণাটকের মান্ডিয়ায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ওই লেখক। সেখানেই বক্তব্যের মধ্যে শ্রী রামচন্দ্র এবং রামায়ণের প্রসঙ্গ তুলে ধরে একাধিক অবমাননাকর মন্তব্য করেন।
তবে এটাই প্রথম নয়, এর আগেও রামচন্দ্র সম্পর্কে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছিলেন এই লেখক। সেবারও কেএস ভগবান দাবি করেছিলেন, রামচন্দ্র নিয়মিত মদ্যপান করতেন। এবং সীতাকেও বাধ্য করতেন তা মদ খেতে।
তবে বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বাল্মীকি রামায়ণের উত্তরকান্ডের কথা বলেন। যদিও উত্তরকান্ড নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্কও রয়েছে। অনেকেই মত প্রকাশ করেছেন যে উত্তরকাণ্ড আসল রামায়ণের অংশ নয়। এটি পরে যুক্ত করা হয়েছে। যদিও ওসব যুক্তিকে গুরুত্ব না দিয়েই শ্রী রাম সম্বন্ধে একাধিক নোংরা মন্তব্য করেন ওই লেখক। আর ত ঘিরেই দেশজুড়ে নিন্দার ঝড়।
Image Credits: ANI