ক্যাম্পাসে চলবে না বিক্ষোভ-ধর্না, না মানলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, নির্দেশিকা জেএনইউ-তে



Updated: 14 December, 2023 7:12 am IST

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে বিশৃঙ্খলা রুখতে কড়া পদক্ষেপ করলো জেএনইউ কতৃপক্ষ। এক নির্দেশিকা জারি করে জানানো হলো যে ক্যাম্পাসের ভিতরে কোনোরকম বিক্ষোভ মিছিল কিংবা ধর্ণা প্রদর্শন করা যাবে না। দেওয়া যাবে না কোনও রাজনৈতিক কিংবা দেশবিরোধী স্লোগান। আর এই নির্দেশিকা অমান্য করলে মোটা অঙ্কের অর্থ জরিমানা দিতে হবে।

উল্লেখ্য, গত সোমবার জেএনইউ কতৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ‘Students discipline and Conduct rule’ জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কোনো বিক্ষোভ মিছিল কিংবা ধর্না প্রদর্শন করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের কোনও প্রশাসনিক ভবনের ১০০ মিটারের মধ্যে যদি কোনো বিক্ষোভ কিংবা ধর্না প্রদর্শন করা হয়, তবে অংশ নেওয়া প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কুড়ি হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনোরকম দেশবিরোধী স্লোগান দেওয়া যাবে না। যদি কেউ নির্দেশিকা অমান্য করে দেশবিরোধী স্লোগান দেন, তবে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হবে। এমনকি অভিযোগ যদি গুরুতর হয়, তবে ওই সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

প্রসঙ্গত, ছাত্র-ছাত্রীদের ক্রমাগত বিক্ষোভ, ধর্না ও মিছিলে বিরক্ত বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ গত ২৪শে নভেম্বর একটি বৈঠকে বসে। সেই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেই সিদ্ধান্তগুলি নির্দেশিকা আকারে প্রকাশ করা হয়।