দিল্লী হিন্দু বিরোধী হিংসা: অঙ্কিত শর্মা খুনে অভিযুক্ত আপ নেতা তাহির হোসেনকে জামিন দিলো দিল্লী হাইকোর্ট



Updated: 12 July, 2023 6:32 am IST

দিল্লীর হিন্দু বিরোধী দাঙ্গায় নেতৃত্ব দেওয়া আম আদমি পার্টির নেতা তাহির হোসেনকে জামিন দিলো দিল্লী হাইকোর্ট। আজ ১২ই জুলাই, বুধবার দিল্লী হাইকোর্টের বিচারপতি অনীশ দয়াল তাকে জামিন দেন।

উল্লেখ্য, দিল্লীর হিন্দু বিরোধী দাঙ্গায় আইবি অফিসার অঙ্কিত শর্মা খুনে মূল অভিযুক্ত ছিলেন আপ নেতা তাহির হোসেন। এছাড়াও, দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগে মোট ১১টি FIR দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। আর এসবের কারণে তাকে দল থেকে বহিষ্কার করেছিলেন আপ প্রধান অরবিন্দ কেরিওয়াল।

জামিনের শুনানিতে হাইকোর্টের বিচারক তাহির হোসেনের বিরুদ্ধে দায়ের হওয়া ৫টি কেসের জামিন দেন। জামিন দেওয়ার সময় একাধিক শর্ত আরোপ করেন বিচারপতি দয়াল। তবে বাকি ৬টি কেসে এখনও জামিন না পাওয়ায় বর্তমানে জেলে থাকতে হবে তাহির হোসেনকে।

প্রসঙ্গত, ২০২০ সালে হিন্দু বিরোধী হিংসায় কেঁপে উঠেছিল রাজধানী দিল্লীর বিস্তীর্ণ এলাকা। CAA বিরোধী হিংসা রূপ নিয়েছিল হিন্দু বিরোধী হিংসায়। হিংসায় মদত দেওয়া থেকে শুরু করে পুরো ষড়যন্ত্রের অন্যতম মাথা ছিলেন তাহির হোসেন। পরে তাঁর বিরুদ্ধে মোট ১১টি FIR দায়ের করা হয়। এদের মধ্যে আইবি অফিসার অঙ্কিত শর্মাকে খুন করার অভিযোগ এনে তাহিরের বিরুদ্ধে একটি FIR ছিল। পরে তাঁর বিরুদ্ধে UAPA( Unlawful Activities Prevention Act) আইনে মামলা দায়ের করে দিল্লী পুলিশ।

(Image Credits: OpIndia)