মা কালীর বিকৃত ও নোংরা ছবি প্রকাশ করলো ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক



Updated: 30 April, 2023 8:26 am IST

রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবী মা কালীর ব্যঙ্গচিত্র প্রকাশ করলো ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। আজ রবিবার, ৩০শে এপ্রিল মন্ত্রক তাদের নিজস্ব টুইটার হ্যান্ডেলে ছবিটি প্রকাশ করে। আর সেই ছবি নেটিজেনদের নজরে আসতেই তোপের মুখে পড়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। শেষে টুইটারে দেওয়া ছবিটি ডিলিট করে তাঁরা।

ছবি: টুইটারে করা পোস্টের স্ক্রিনশট

টুইটারে পোস্ট করা ছবিটি হলিউড স্টার মেরিলিন মনরোকে নকল করে তৈরি করা হয়েছে। ছবিটার নিম্নাঙ্গ মেরিলিন মনরো থাকলেও ঊর্ধ্বাংশ মা কালীর প্রতিমা আদলে আঁকা হয়েছে। মা কালীর মুখ বিকৃত করা হয়েছে। আর সেই ছবি পোস্ট করা হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয়।

সেই ছবি নজরে পড়তেই ক্ষোভ ফেটে পড়েন অনেকে। কিন্তু ক্ষমা চাওয়ার বদলে প্রথমে সাফাই দেওয়া হয় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। বলা হয় যে ছবিটা নেহাতই ‘আর্টওয়ার্ক, ‘পিস অফ আর্ট‘। কিন্তু তাতেও থামেননি ক্ষুব্ধ হিন্দুরা। শেষমেষ সেই ছবি ডিলিট করা হয় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে।