এলাকায় চলছিল অষ্টপ্রহর নাম – সংকীর্তন অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান চলাকালীন কাছাকাছি গরুর হাড় ফেলে রেখে গেলো দুষ্কৃতীরা। স্থানীয় ধর্মপ্রাণ হিন্দুরা এমন দৃশ্য দেখতে পেয়ে ব্যাপক ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। ঘটনা কোচবিহার জেলার শিতলকুচি থানার অন্তর্গত গোসাইরহাট এলাকার।
জানা গিয়েছে, গত ২৪শে জানুয়ারি গোসাইরহাট বাজার এলাকায় অষ্টপ্রহর নাম সংকীর্তনের অনুষ্ঠান চলছিল। সেই সময় বিশাল সংখ্যক হিন্দু ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সময় কয়েকজন অনুষ্ঠানের পাশেই ফাঁকা জায়গায় একটি গরুর পা পড়ে থাকতে দেখেন। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অনেক হিন্দু ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে শিতলকুচি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয় হিন্দুদের অভিযোগ, পুলিশ আপত্তিকর বস্তুটি সরিয়ে নিয়ে যায় এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি ঘটনায় জড়িত দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় হিন্দু বাসিন্দা বলেন যে গোসাইরহাট কিংবা তাঁর আশেপাশের এলাকায় হিন্দুদের বসবাস। আশেপাশে কোথাও গো হত্যা হওয়া অসম্ভব। তাই নাম সংকীর্তন অনুষ্ঠানকে অপবিত্র করতে অন্য কোথাও থেকে গরুর পা এনে ফেলেছিল দুষ্কৃতীরা।