এবার তুফানগঞ্জ এর একটি কালীমন্দিরে চুরির ঘটনা ঘটলো। দুষ্কৃতীরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কালীমন্দিরে হানা দিয়ে বিগ্রহের গায়ে থাকা সোনা ও রূপার অলংকার এবং মন্দিরের প্রণামি বাক্স ভেঙ্গে তার ভেতরের টাকা নিয়ে পালালো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, তুফানগঞ্জ বাজারের রয়েছে জাগ্রত সর্বমঙ্গলা মায়ের মন্দির। মঙ্গলবার সকালে মন্দিরের পুরোহিত এসে দেখেন যে মন্দিরের গেটের তালা ভাঙ্গা। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি স্থানীয়দের জানান সেই সঙ্গে মন্দির কমিটির লোকজনকেও জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। দেখা যায় যে মন্দিরের প্রণালী বাক্সটি ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। সেইসঙ্গে মন্দিরের বিগ্রহের গায়ে থাকা সোনা ও রুপার অলংকার উধাও।
মন্দিরের পুরোহিত দেবাশীষ চক্রবর্তী জানান যে মা কালীর মুকুট, সোনার নথ, সোনার মালা কোন কিছুই নিতে বাকি রাখেনি চোর। সব মিলিয়ে সাত ভরি সোনার অলংকার এবং ৫০০ গ্রাম রূপার অলংকার মন্দির থেকে চুরি গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো গ্রেফতারের খবর নেই।