কোচবিহার: হিন্দু নাবালিকাকে ফুঁসলিয়ে অন্য রাজ্যে পাচার করে দেওয়ার অভিযোগ জায়দুল শেখ ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে



Updated: 04 December, 2023 1:55 pm IST

এক হিন্দু নাবালিকাকে অন্য রাজ্যে পাচার করে দেওয়ার অভিযোগ সামনে এলো কোচবিহার জেলার সাহেবগঞ্জ থেকে। ইতিমধ্যে ওই নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ওই হিন্দু নাবালিকাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

জানা গিয়েছে, ওই হিন্দু নাবালিকার বয়স ১৫ বছর। গত ১৬ই নভেম্বর ওই নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের অভিযোগ, পাশের এলাকার বাসিন্দা জায়দুল শেখ ও তাঁর সঙ্গীরা ওই নাবালিকাকে কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়েছে। পরিবারের আশঙ্কা, তাদের মেয়েকে হয়তো কোথাও বিক্রি কিংবা পাচার করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নাবালিকার মা নমিতা গোস্বামী। তিনি জায়দুল শেখ, রেজা মিঞা, মনির শেখ, সফি শেখ, আমিনুর হক ও মোস্তাফিজার শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

সূত্রের খবর, মূল অভিযুক্ত জায়দুল শেখ বিবাহিত এবং চার সন্তানের পিতা। সে লেবার কন্ট্রাক্টর এবং আশেপাশের এলাকা থেকে বহু যুবককে অন্য রাজ্যে শ্রমিক হিসেবে পাঠায়। এর আগে ওই তরুণীর পিতাকে সে অন্য রাজ্যে কাজে পাঠিয়েছিল। সেই সূত্রে ওই নাবালিকার বাড়িতে আসা যাওয়া ছিলো জায়দুলের। আর সেই সূত্রেই ওই নাবালিকার সঙ্গে সখ্যতা গড়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপাতত ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ওই নাবালিকাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।