শীতলকুচি: ধরতে যেতেই পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালো গরু পাচারকারী লাল মিঞা



Updated: 28 May, 2023 8:13 am IST

গরু পাচারকারী হিসেবে পুলিশের খাতায় নাম ছিল কোচবিহার জেলার শীতলকুচি(Shitalkuchi) থানার অন্তর্গত নগরনেপরা গ্রামের বাসিন্দা লাল মিঞার। আর তাকে ধরতে গিয়েই হামলার মুখে পড়তে হলো পুলিশকে। দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চললেও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় লাল মিঞা।

জানা গিয়েছে, গত ২৪শে মে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ওই গ্রামে অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে পুলিশ খবর যায় যে লাল মিঞা বাড়িতে রয়েছে। সেই খবরের ভিত্তিতে শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল লাল মিঞার বাড়ি ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় লাল মিঞা। পাল্টা গুলি চালায় পুলিশও।

পুলিশ সূত্রে খবর, অন্ধকারের সুযোগ নিয়ে বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায় লাল মিঞা। গুলির আঘাতে এক পুলিশকর্মীও আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।