মোদী ও আরএসএস-এর কারণে উত্তর ভারতে ধর্মান্তরণ কঠিন হয়ে পড়েছে, ভাইরাল খ্রিস্টান মিশনারির ভিডিও



Updated: 13 July, 2023 9:42 am IST

খ্রিস্টান মিশনারীদের প্রধান টার্গেট যে ভারতের হিন্দু জনসংখ্যা, তা আর একবার সামনে এলো একটি ভিডিও ভাইরাল হওয়ার পর। আমেরিকার খ্রিস্টান মিশনারি সংস্থার প্রধানের কথায়, ‘মোদী এবং আরএসএস-এর কারণে উত্তর ভারতে ধর্মান্তরণ কঠিন হয়ে পড়লেও ভারতের অন্যান্য অঞ্চলে তা জোর কদমে চলছে।’

আমেরিকার আলাবামায় অবস্থিত ‘Church of the Highlands’। এই মিশনারি সংস্থার প্রধান ক্রিস হজেস। তাঁর দশ মাস পুরনো একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে ক্রিসকে বলতে শোনা যাচ্ছে যে ভারতে এক সপ্তাহে এক লাখ মানুষ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। ভিডিওতে ওই মিশনারি মন্তব্য করেন যে মোদী এবং আরএসএস-এর কারণে উত্তর ভারতের রাজ্যগুলিতে ধর্মান্তকরণের(conversion) কাজ কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, ১০ই আগস্ট, ২০২২ তারিখে চার্চের অফিসিয়াল ইউটিউব চ্যানেল একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওতে ভারত বিরোধী একাধিক মন্তব্য করার পাশাপাশি মোদী এবং আরএসএস-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওই খ্রিস্টান মিশনারি।

ভিডিওতে ওই মিশনারিকে বলতে শোনা যায় যে দক্ষিণ ভারতে ধর্মান্তরিত করার কাজ নির্বিঘ্নে চললেও উত্তর ভারতে তা কঠিন হয়ে পড়েছে। তাই খ্রিস্টান মিশনারিরা ৩,৯৩১টি দলে ভাগ হয়ে উত্তর ভারতের ১৫টি রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। সাধারণ মানুষকে স্পর্শ করে রোগ ভালো করে দিচ্ছে এবং তাদেরকে যীশুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে।

ওই মিশনারিকে আরও বলতে শোনা যায় যে ভারতে নাকি খ্রিস্টানদের উপরে অত্যাচার চলছে। তিনি আরও অভিযোগ করেন যে খ্রিস্টানদের হত্যা করা হচ্ছে, এমনকি তাদের প্রার্থনা করতে দেওয়া হচ্ছে না। তা সত্বেও বহু মানুষ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন, এটাই আশার কথা। তিনি হিসেব দিয়ে বলেন Church of the Highlands- এর সহযোগী সংগঠনগুলো এক সপ্তাহে এক লাখ মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছেন। যদিও তিনি ‘ধর্মান্তরণ’ শব্দটি ব্যবহার করেননি, তবে বারবার যীশুর শরণে এসেছেন, এমনটা বলেছেন।

প্রসঙ্গত, মোদী সরকারের আমলে ভারতে কাজ করা বহু মিশনারি সংস্থার FCRA লাইসেন্স বাতিল করা হয়। ফলে বহু সংস্থার কাছে বিদেশি অর্থ আসা বন্ধ হয়ে যায়। মূলত সেবার নামে সাধারণ হিন্দুদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার কাজ করছিল যেসব সংস্থা, তাদের ঝাঁপ গুটিয়ে ফেলতে হয়। আর এতে ইউরোপ ও আমেরিকার বহু চার্চ গোষ্ঠীর রোষানলে পড়ে ভারত। এদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে বলে প্রচার চালানো হতে থেকে। এসব প্রচার করে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কালিমালিপ্ত করার চেষ্টা হতে থাকে। আর এসব যে ভারতে ধর্মান্তরিত করার কাজ চালিয়ে যাওয়ার জন্য করা হয়েছিল, এই ভিডিওতে তা স্পষ্ট।