হিন্দু স্বরাজের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজীর ছবি ফেলে দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটলো দিল্লীর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়(JNU)-এ। বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা এবং ABVP(অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ) – এর ছাত্ররা একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। হিংস্র বামপন্থী ছাত্রদের আক্রমণে ছয় সাতজন ছাত্র যারা ABVP সদস্য আহত হন।
জানা গিয়েছে, গত ১৯শে ফেব্রুয়ারি, রবিবার JNU বিশ্ববিদ্যালয়ের অন্দরে ছত্রপতি শিবাজী মহারাজের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ABVP সদস্যরা। কিন্তু অভিযোগ, তা মেনে নেয়নি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছাত্ররা। তাঁরা শিবাজীর ছবি ফেলে দেন। এ নিয়ে ABVP সদস্যরা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়।
খবর অনুযায়ী, দুই পক্ষের মারামারিতে বেশ কয়েকজন ABVP সদস্য আহত হন। পরে ABVP সদস্যদের পক্ষ থেকে টুইটারে ঘটনার কথা জানানো হয়। ঘটনার পিছনে মাওবাদীদের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে ABVP সদস্যদের তরফে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।
ABVP-এর তরফে অভিযোগ করা হয়েছে যে বামপন্থী ছাত্র সংগঠন SFI-এর সদস্যরা ঘৃনা ভরা স্লোগান দেয়, ‘JNU-তে শিবাজী চলবে না।’ শিবাজী মহারাজের ছবির পাশাপাশি মহারানা প্রতাপ এবং সাবিত্রীবাই ফুলের বাঁধানো ছবি ভাঙচুর করে ফেলে দেওয়া হয়েছে।