রমজানের রোজা রাখতে পারবেন না উইঘুর মুসলিমরা, নিষেধাজ্ঞা আরোপ চীনের কমিউনিস্ট পার্টির



Updated: 27 March, 2023 6:05 am IST

সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা যখন পবিত্র রমজান মাসে রোজা রাখছেন, ঠিক সেই সময়ে চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিমদের জন্য নয়া নিষেধাজ্ঞা আরোপ করলো চীনের কমিউনিস্ট পার্টি। কোনও উইঘুর মুসলিম(Uyghur Muslims) রোজার উপোস রাখতে পারবেন না। আর তা করলেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের তরফে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংস্থার তরফে দিলশাত রুশিত বলেন যে জিনজিয়াং প্রদেশের ১৮১১টি গ্রামে নজরদারি চালানো হচ্ছে। এমনকি কেউ রমজানের রোজা রাখছেন কিনা, তা দেখতে বাড়ি বাড়ি ঘুরে পরীক্ষা করছে পুলিশ ও প্রশাসন। এভাবে চলতে থাকলে সংখ্যালঘু উইঘুর মুসলিমরা তাদের ধর্মবিশ্বাস হারিয়ে ফেলবে, এমনটা আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার নিয়ে কাজ করা স্থানীয় সংগঠনগুলি।

মানবাধিকার সংস্থাগুলো এমন দাবি করলেও চীনের দাবি অন্য। চীনের কমিউনিস্ট পার্টির নীতি অনুযায়ী, চীনের মূল সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। চীনের ভাষা, সংস্কৃতি, খদ্যাভ্যাস ইত্যাদির সঙ্গে মিশিয়ে নিতে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে চীনের কমিউনিস্ট পার্টির যুক্তি।

যদিও চীনের এমন দমনমূলক নীতির বিরোধিতা বিশ্বজুড়ে হলেও তাতে তেমন একটা পাত্তা দিচ্ছে না চীনের কমিউনিস্ট পার্টি। কয়েকদিন আগে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন চীনের উইঘুর মুসলিমদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিবৃতি দেন। তাদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন। কিন্তু তাতে উইঘুর মুসলিমদের জীবনে তেমন কোনও পরিবর্তন হয়নি। বরং উইঘুর মুসলিমদের উপরে চীনের কমিউনিস্ট পার্টির দমনপীড়ন চলছেই।