চীন: মসজিদ ভাঙতে যাওয়া পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন মুসলিমরা



Updated: 01 June, 2023 3:18 am IST

ইউনান প্রদেশের প্রাচীন মসজিদের কিছু অংশ ভাঙতে যাওয়া পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন স্থানীয় মুসলিমরা। পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে খবর। ঘটনার পর আরও কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে ইউনান প্রদেশের প্রশাসন।

জানা গিয়েছে, ইউনান প্রদেশের নাগু শহরে অবস্থিত প্রাচীন মসজিদ নাজিয়ায়িং মসজিদ। মসজিদটি চৌদ্দশ শতাব্দীতে নির্মিত। কিছুদিন আগে মসজিদটির সংস্কার করা হয়। মসজিদটিতে একটি গম্বুজ এবং মিনার নির্মাণ করা হয়। আর এখানেই আপত্তি চীনের প্রশাসনের। এক আদেশ জারি করে বলা হয় যে মসজিদের গম্বুজ এবং মিনারটি ভেঙে ফেলতে হবে। কারণ চীনের আইন অনুযায়ী, ধর্মীয় স্থলে মিনার এবং গম্বুজ নিষিদ্ধ। আইন অনুযায়ী যেকোনো ধর্মীয় স্থলকে চীনের স্থাপত্য রীতি মেনে চলতে হবে।

সেই মত গত শনিবার বিশাল বিশাল পুলিশবাহিনী নিয়ে মসজিদের গম্বুজ এবং মিনার ভাঙতে পৌঁছে যায় প্রশাসন। কিন্তু স্থানীয় মুসলিমদের বাধার মুখে পড়তে হয় তাদের। শুরু হয় সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক পাথর ছোঁড়েন মুসলিম বাসিন্দারা। সংঘর্ষে অনেক পুলিশকর্মী আহত হন। শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় পুলিশ ও প্রশাসন।

এদিকে ঘটনার পর থেকে ব্যাপক ধরপাকড় শুরু করা হয়েছে ইউনান প্রদেশের নাগু শহরে। বহু মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে নোটিশ জারি করে নাগরিকদের সতর্ক করেছে প্রশাসন। যারা সরকারি কাজে বাধা দেবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই নোটিশে।

প্রসঙ্গত, ইউনান প্রদেশের নাগু শহর এবং তার আশেপাশের এলাকায় প্রায় ১০ লাখ মুসলমানের বসবাস। এরা মূলত সুন্নি সম্প্রদায়ের। এই মুসলিমরা চীনের হুই জনগোষ্ঠীর মানুষ এবং বারোশ শতাব্দীতে ইসলামে ধর্মান্তরিত হন।