বাগেশ্বর ধাম সরকার পন্ডিত শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর নেতৃত্বে সনাতন হিন্দু ধর্মের জয়যাত্রা অব্যাহত। এবারে তাঁর উপস্থিতিতে ১০০০ জনের বেশি মানুষ সনাতন হিন্দু ধর্মে ফিরলেন। এদের মধ্যে বেশ কয়েকটি পরিবার ইসলাম ধর্মালম্বীও ছিলেন, জানিয়েছেন বাগেশ্বর বাবা।
উল্লেখ্য, গত ২৭শে জানুয়ারী, শনিবার, ছত্তিশগড়ের রায়পুরে ‘হনুমন্ত কথা’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বাগেশ্বর বাবা। সেই অনুষ্ঠানের শেষে প্রবল প্রতাপ জুদেবের ব্যবস্থাপনায় ‘ঘরে ফেরা'(Ghar Wapsi) অনুষ্ঠান সম্পন্ন হয়।
খবর অনুযায়ী, ২৫১টি পরিবারের প্রায় ১০০০ জনের বেশি মানুষ সনাতন হিন্দু ধর্মে ফিরে আসেন। খ্রিস্টান মিশনারিদের প্রলোভন ও ভুল প্রচারের ফাঁদে পড়ে বহু বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন তাঁরা। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে তাদেরকে পূর্বপুরুষের ধর্মে ফেরানোর উদ্যোগ নেন সমাজকর্মী প্রবল প্রতাপ জুদেব। তাঁর আহ্বানে সাড়া দিয়ে হিন্দু ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নেন তাঁরা।
‘ঘরে ফেরা’ অনুষ্ঠানের শুরুতে সকল মানুষের নিজের হাতে গঙ্গা জল দিয়ে পা ধুয়ে সকলকে হিন্দু ধর্মে স্বাগত জানান। তারপর যজ্ঞে আহুতি দিয়ে সকলকে সনাতন ধর্মে ফেরার পথ দেখান বাগেশ্বর বাবা।
‘ঘরে ফেরা’ অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে সমাজকর্মী প্রবল প্রতাপ জুদেব ও তাঁর পিতার প্রশংসা করেন। তিনি বলেন, “আজ ছত্তিশগড়ের রায়পুরে সনাতনের পতাকা প্রতিষ্ঠিত হলো। এমনকি দুটি মুসলমান পরিবার সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করলো।”