ছত্তিশগড়ের বিলাসপুর থেকে নতুন একটি লাভ জিহাদের ঘটনা সামনে এসেছে। এক হিন্দু তরুণীর অভিযোগ, ইসলামে ধর্মান্তরিত হতে রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এমনকি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনেছেন ওই তরুণী। অভিযোগ পেয়ে আকিব জাভেদ নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই হিন্দু তরুণী কয়েকবছর আগে আকিবের সঙ্গে পরিচয় হন। পরে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে আকিব, অভিযোগ ওই তরুণীর। ধর্ষণের কারণে ওই তরুণী দুই বার গর্ভবতী হয়ে পড়েন। তখন অভিযুক্ত আকিব তাকে ওষুধ খাইয়ে গর্ভপাত করায়, অভিযোগ করেছেন ওই তরুণী।
ওই হিন্দু তরুণীর অভিযোগ, মাঝে সম্পর্কে চিড় ধরলেও আকিব তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক চালিয়ে যেতে থাকে। কিন্তু আকিব শর্ত দেয় যে ইসলামে ধর্মান্তরিত হলে তবেই সে বিয়ে করবে। কিন্তু হিন্দু ধর্ম ছেড়ে ইসলামে ধর্মান্তরিত হতে রাজি হননি ওই তরুণী। আর দেখা করে সেকথা জানাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আকিব। মারধর করা এবং বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে আকিব, অভিযোগ তরুণীর।
খবর অনুযায়ী, প্রথমে ওই তরুণী সাকরি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ এটিকে প্রেমের সম্পর্কের মধ্যে ঝামেলা বলে কেস দায়ের করতে অস্বীকার করে এবং একটি সাধারণ ডায়েরি নেয়। তখন ওই তরুণী রাজ্যের আইজি বদ্রীনারায়ণ মীনার সঙ্গে দেখা করেন। আইজি নির্দেশ দেন সাকরি থানাকে। তাঁর নির্দেশের পর ধর্ষণ, শারীরিক নির্যাতন সমেত একাধিক ধারায় অভিযুক্ত আকিবের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তারপর গত ৩০শে জুন আকিব জাভেদকে গ্রেপ্তার করে পুলিশ।