যজ্ঞে আহুতি দিয়ে হিন্দু ধর্ম গ্রহন করলেন ৩২৫টি পরিবারের ১১০০ জন ধর্মান্তরিত খ্রিস্টান। গত ২৪শে জানুয়ারি, মঙ্গলবার ছত্তিশগড়ের বাসনা এলাকায় ওই খ্রিস্টানদের ঘরে ফেরার অনুষ্ঠানের আয়োজন করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রবল প্রতাপ সিংহ জুদেব।
জুদেব জানান যে ঐ ব্যক্তিরা বহু বছর আগে পথভ্রষ্ট হয়েছিলেন এবং মিশনারীদের প্রভাবে খ্রিস্টান ধর্ম গ্রহন করেছিলেন। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে তাঁরা হিন্দু ধর্মে ফিরতে চেয়েছিলেন। তাই তাদের পূর্বপুরুষের ধর্মে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের স্বধর্মে ফেরাতে পেরে খুব আনন্দিত, জানান প্রতাপ সিংহ জুদেব।
জানা গিয়েছে, বাসনা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত কথাকার পন্ডিত হিমাংশু কৃষ্ণ মহারাজ। হিন্দু ধর্মে ফিরতে চেয়ে ১১০০ জন খ্রিস্টান উপস্থিত হয়েছিলেন ওই অনুষ্ঠানে। প্রথমে গঙ্গাজল দিয়ে সকলের পা ধুয়ে দেন প্রবল প্রতাপ সিংহ জুদেব। তারপর তাদের হিন্দু ধর্মে ফেরার শপথবাক্য পাঠ করান পন্ডিত হিমাংশু কৃষ্ণ মহারাজ।
ওই খ্রিস্টানদের হিন্দু ধর্মে ফিরিয়ে জুদেব বলেন, ‛হিন্দু ধর্ম রক্ষা করতে গেলে যারা ধর্মান্তরিত হয়েছেন, তাদের সকলকে ফিরিয়ে আনতে হবে। খ্রিস্টান মিশনারীরা লোভে দেখিয়ে এবং সেবার নাম করে দরিদ্র হিন্দুদের ধর্মান্তরিত করে। দেশকে হিন্দু রাষ্ট্র করতে হলে ওদের সকলকে ফিরিয়ে আনতে হবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, ছত্তিশগড়ের বিজেপি সম্পাদক প্রবল প্রতাপ সিংহ জুদেব দীর্ঘদিন ধরেই ধর্মান্তরিতদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছেন। এর আগে গত বছর মার্চ মাসে ১২৫০ জন খ্রিষ্টানকে হিন্দু ধর্মে ফিরিয়ে এনেছিলেন। সেবারেও সবার পা নিজের হাতে গঙ্গাজল দিয়ে ধুয়ে দিয়েছিলেন তিনি।
Image credits: Twitter