কলেজের নির্ধারিত ইউনিফর্মের বদলে বোরখা পরে কলেজে এসেছিলেন একদল ছাত্রী। আর ইউনিফর্মের নিয়ম অমান্য করায় ওই ছাত্রীদের কলেজে ঢুকতে দেওয়া হলো না। আর তা ঘিরেই বিতর্ক ছড়িয়েছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের হিন্দু কলেজে।
বোরখা পরে আসা ছাত্রীদের অভিযোগ, বোরখা পরে আসায় কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। উল্টে কলেজের গেটে আটকানো হচ্ছে এবং বলা হচ্ছে যে বোরখা খুলে কলেজে প্রবেশ করতে। আর এ নিয়ে বোরখা পরে আসা ছাত্রী এবং কলেজ কর্তৃপক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়।
এরপরেই বোরখা পরা ছাত্রীদের কলেজে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে সরব হয় ‘সমাজবাদী ছাত্র সভা’ নামে একটি সংগঠনের কর্মীরা। তাঁরা কলেজের অধ্যাপকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তবে অধ্যাপকরা সাফ জানিয়ে দেন যে নিয়ম সবার জন্য সমান। সবাইকে নির্ধারিত ইউনিফর্ম পরেই কলেজে আসতে হবে। কলেজের অধ্যক্ষ এপি সিং বলেন, ‘যে ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরে আসবে না, তাদের কলেজে ঢুকতে দেওয়া হবে না।’
এদিকে বোরখা পরে কলেজে ঢুকতে দেওয়ার দাবি জানিয়েছে সমাজবাদী ছাত্র সভা। তাঁরা এই দাবি জানিয়ে কলেজে একটি মেমোরেণ্ডাম জমা দিয়েছে।