সমুদ্রপথে তুরস্ক থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা, নৌকা ডুবে মৃত ৫৯



Updated: 27 February, 2023 7:56 am IST

সমুদ্র পথে বেআইনিভাবে ইউরোপের অনুপ্রবেশের ঘটনা চলছেই। দুর্ঘটনার কবলে পড়ে বারবার মৃত্যুর ঘটনা ঘটলেও অনুপ্রবেশকারীদের স্রোত থেমে নেই। এবার তুরস্ক থেকে ইউরোপে প্রবেশের পূর্বে নৌকা ডুবে মৃত্যু হলো ৫৯ জনের।

খবর অনুযায়ী, একটি কাঠের নৌকায় করে ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন প্রায় ১৫০ জন। কিন্তু সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় ইতালির ক্যালাব্রিয়া উপকূলের কাছে কাঠের নৌকাটি দু’ টুকরো হয়ে যায়। পরে ইতালির কোস্ট গার্ড ভাঙ্গা নৌকাটি দেখতে পেয়ে উদ্ধার কাজে নামে। একে একে ৫৯ জনের মৃতদেহ উদ্ধার করে তাঁরা। জীবিত উদ্ধার করা হয়েছে ৮০ জনকে।

জীবিত অবস্থায় উদ্ধার হওয়া লোকজন জানিয়েছেন যে নৌকায় প্রায় ১৫০ জন ছিলেন। ইউরোপে ঢোকার উদ্দেশ্যে তাঁরা সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। নৌকায় ছিলেন ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং অন্যান্য আফ্রিকার নাগরিক ছিলেন। বেশ কয়েকজন পুরো পরিবার নিয়েই ইউরোপে যেতে চেয়েছিলেন। এখনও পর্যন্ত মোট ১২ জন শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন যে মৃতদের মধ্যে এক মাস বয়সী একজন শিশু রয়েছে।