অতীতে একাধিক নির্বাচনে দেখা গিয়েছে যে দেশের মুসলিম সংখ্যালঘুরা বিজেপির পাশে নেই। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যাই তাঁর প্রমাণ। আর এই কারণে চব্বিশের লোকসভা নির্বাচনের পূর্বে সেই মুসলিম সংখ্যালঘু ভোটারদের সমর্থন পেতে বিশেষ উদ্যোগ নিলো বিজেপি।
খবর অনুযায়ী, বিজেপির তরফে দেশের ৬৬টি লোকসভা আসন চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত আসনে মুসলিম ভোটাররাই সংখ্যাগরিষ্ঠ এবং তাদের ভোটের উপরেই ভাগ্য নির্ধারিত হয়। আর মুসলিম অধ্যুষিত এইসব আসনে মুসলিম ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে বিজেপি।
বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী জানিয়েছেন যে মুসলিম ভোটারদের বেশি করে সমর্থন পেতে চাইছে দল। তাই দেশের ৬৬টি লোকসভা এলাকায় সুফি সম্মেলন, মহিলা সম্মেলন এবং সরকারি প্রকল্পের কারণে কী কী লাভ হয়েছে, তা জানাতে অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মাধ্যমে সংখ্যালঘু মুসলিম ভোটারদের মধ্যে বিজেপি সম্বন্ধে একটা ভালো ধারণা গড়ে উঠবে।
তিনি আরও জানান যে মুসলিম সম্প্রদায় থেকে উঠে আসা শিক্ষিত মানুষ, পেশাগতভাবে প্রতিষ্ঠিত যেমন চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপকদের কাছে বিজেপির বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি লোকসভা আসনে এমন মানুষকে খুঁজে বের করে দায়িত্ব দেওয়া হবে। যদি ওই ব্যক্তি বিজপিতে যোগ দিতে নাও চান, তাতেও দলের আপত্তি নেই। তিনি হবেন মোদীর উন্নয়নের বার্তাবাহক। এক বিশেষ সার্টিফিকেট তুলে দেওয়া হবে ওই ব্যক্তির হাতে, যার নাম রাখা হয়েছে ‘মোদী মিত্র’।
শুধু মুসলিম ভোটারদের সমর্থন পাওয়াই নয়, আগামীদিনে বেশি সংখ্যক মুসলিমকে লোকসভার টিকিট দিতে পারে বিজেপি, এমনটাই জানিয়েছেন সিদ্দিকী। তিনি বলেন, এই ৬৬টি লোকসভা আসনের মধ্যে যদি কোনও আসনে বিজেপির জন সমর্থন ভালো হয়, তাহলে ওই আসনে একজন মুসলিমকে টিকিট দেওয়া হবে।
ইতিমধ্যে বিজেপির তরফে এই বিশেষ অভিযান শুরু হয়ে গিয়েছে। কেরালার ওয়েনাড কেন্দ্রে একটি মুসলিমদের সম্মলনে যোগ দিয়েছেন বিজেপির পরিচিত মুসলিম মুখ মুখতার আব্বাস নাকভী। আগামীদিনে দেশের বিভিন্ন এলাকায় এমন অনুষ্ঠান হওয়ার কথা।
বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফে জানানো তথ্য অনুযায়ী মোট ৬৬টি লোকসভা কেন্দ্রের মধ্যে উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে ১৩টি করে আসন, আসাম ও কেরালায় ৬টি করে আসন, বিহারের ৪টি আসন, মধ্য প্রদেশের ৩টি আসন; তেলেঙ্গানা, হরিয়ানা, দিল্লী ও গোয়াতে ২টি করে আসন; মহারাষ্ট্র এবং লাক্ষাদ্বীপে ১টি করে আসন বেছে নেওয়া হয়েছে।