বীরভূমে সাধু হত্যা: বক্রেশ্বর ধামে সমাধিস্থ ভুবন মহারাজ



Updated: 23 April, 2023 7:18 pm IST

ময়নাতদন্তের পরে রীতি মেনে সমাধিস্থ করা হলো ভুবন সাধু মহারাজকে। আজ রাতে বক্রেস্বর ধামে মহারাজের পার্থিব শরীরকে সমাধি করা হয়। সাধু সমাজ এবং ভক্তদের উপস্থিতিতে সমাধি প্রক্রিয়া সম্পন্ন হয়।

উল্লেখ্য, আজ সকালে সিউড়ির শ্রী শ্রী নিম্ববাসিনি কালীমাতা আশ্রমের বাইরে একটি গাছে ভুবন সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভুবন সাধু ওই আশ্রমের প্রধান সেবায়েত ছিলেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ছবি: থানায় দায়ের হওয়া অভিযোগ

স্থানীয়দের অভিযোগ ছিল যে ওই সাধুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হোক। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান যে ভুবন সাধু খুবই ভালো স্বভাবের ছিলেন। স্থানীয় মানুষদের কাছে জনপ্রিয় ছিলেন। কিন্তু আশ্রমের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করেছিলেন। আর তাই তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই সাধুকে খুনের পিছনে আশ্রম পরিচালনা কমিটির হাত রয়েছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগেও তেমন ইঙ্গিত উঠে এসেছে। সেই অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তারের কোনও খবর নেই।