বীরভূম: মাধ্যমিক পরীক্ষায় বাধা দিতে লক্ষ্মীর হাত অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিলো সহপাঠী আরিফ



Updated: 23 February, 2023 8:32 am IST

মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে সহপাঠী লক্ষী (নাম পরিবর্তিত)। তাই সে যাতে মাধ্যমিক পরীক্ষা না দিতে পারে, সে জন্য অ্যাসিড দিয়ে ডান হাত পুড়িয়ে দিলো স্কুলের ছাত্র এবং সহপাঠী আরিফ শাহ। ঘটনা বীরভূম(acid attack in Birbhum) জেলার নলহাটি ব্লকের মেহেগ্রামে।

জানা গিয়েছে, অ্যাসিড হামলার শিকার লক্ষী(নাম পরিবর্তিত) তেজহাটি জেএম হাই স্কুলের ছাত্রী। অত্যন্ত মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত সে। এ বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে এক থেকে দশের মধ্যে থাকার লক্ষ্যে পড়াশোনা করছিল সে।

অভিযোগ, গত ২১শে ফেব্রুয়ারি সন্ধায় লক্ষী তাঁর বাড়িতে পড়াশোনা করছিল। সেই সময় তাকে উপহার দেওয়ার কথা বলে ডাকে স্কুলের সহপাঠী আরিফ। হাতে একটি চিঠি দেয় এবং তারপর ডান হাতে অ্যাসিড ঢেলে পালিয়ে আরিফ। যন্ত্রনায় চিৎকার করলে ছুটে আসে লক্ষীর মা ও প্রতিবেশীরা। প্রথমে তাকে নলহাটি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, গত দুই দিন ধরে সে চিকিৎসাধীন অবস্থায় ছিল। অ্যাসিডের কারণে ডান হাত পুড়ে গিয়েছে। ডান হাত দিয়ে লিখে আর মাধ্যমিক পরীক্ষা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে লক্ষী। একজন রাইটার নিয়েই আজ থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা জানিয়েছে সে।

এদিকে অভিযুক্তের নাম উল্লেখ না করে নলহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।