দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়ে জারি করা নির্দেশিকা বাতিল করলো বিহার সরকার। শিক্ষা দপ্তরের জারি করা ওই নির্দেশিকায় শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন উৎসবের ছুটি কমিয়ে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ২৯শে আগস্ট, স্কুলের ছুটি সংক্রান্ত তালিকা দিয়ে একটি নির্দেশিকা জারি করে বিহার সরকার। সেই নির্দেশিকায় দীপাবলি, ছট পূজা, দূর্গা পূজার মতো হিন্দু সম্প্রদায়ের উৎসবের ছুটি কমিয়ে দেওয়া হয়। সেই নির্দেশিকায় বলা হয় যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলের ছুটি ২৩ দিন থেকে কমিয়ে ১১ দিন করা হলো। সেই নির্দেশিকা অনুযায়ী, রাখি বন্ধনের ছুটি বাতিল করা হয়। দূর্গা পূজার ছয় দিনের ছুটি কমিয়ে তিন দিন করা হয়। দীপাবলি ও ছট পূজা মিলিয়ে মোট নয় দিনের ছুটি কমিয়ে চার দিনের করা হয়। দীপাবলির জন্য মাত্র এক দিনের ছুটি দেওয়া হয়।
সেই নির্দেশিকা সামনে আসার পর বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষোভ ছড়িয়ে পরে বিহারের শিক্ষকদের মধ্যে। বিহার সরকারের এই সিদ্ধান্তকে ‘হিন্দু বিরোধী’ আখ্যা দিয়ে সমালোচনায় সরব হয় বিজেপিও। বিজেপি সাংসদ গিরিরাজ সিং বিহার সরকারকে কড়া ভাষায় নিশানা করেন। শেষে সেই সিদ্ধান্ত বাতিল করার কথা ঘোষণা করলো বিহার সরকার।
গত ৪ঠা সেপ্টেম্বর, বিহার সরকারের শিক্ষা দপ্তর একটি নির্দেশিকা জারি করে পূর্বের নির্দেশিকায় জানানো সিদ্ধান্তগুলি বাতিল করার কথা ঘোষণা করে।