বেঙ্গালুরু: আল কায়দা যোগ, গ্রেপ্তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহম্মদ আরিফ



Updated: 15 February, 2023 4:43 am IST

ইঞ্জিনিয়ারিং পেশার ফাঁকে জিহাদী সংগঠন আল কায়দার হয়ে কার্যকলাপ করার অভিযোগে মহম্মদ আরিফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো NIA (National Investigation Agency)। সেই সঙ্গে আরিফকে জেরা করে মহারাষ্ট্র থেকে আর এক এক কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, মহম্মদ আরিফ আদতে উত্তর প্রদেশের বাসিন্দা। সে বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। বেঙ্গালুরু শহরের থানিসিন্দ্রা এলাকায় স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন। অভিযোগ, পেশার ফাঁকে জিহাদী মতাদর্শের প্রচার করতেন। দেশে বিদেশে ছড়িয়ে থাকা জিহাদী গোষ্ঠীর হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।

NIA -এর অভিযোগ, আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (AQIS)- এর সক্রিয় সদস্য ছিলেন মহম্মদ আরিফ। একাধিকবার ইরান এবং সিরিয়া গিয়েছেন অতীতে। এমনকি এবারে পাকাপাকিভাবে আফগানিস্তানে গিয়ে জিহাদে অংশ নেওয়ার জন্য সব ব্যবস্থা করেছিলেন তিনি।

NIA জানিয়েছে যে আরিফকে জেরা করে মহারাষ্ট্রের থানে থেকে হামরাজ ইরশাদ শেখ নামে আর এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা পাকাপাকিভাবে আফগানিস্তান যাওয়ার পরিকল্পনা করেছিল। এছাড়াও ধৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদী মতাদর্শ প্রচার করতো এবং যুবকদের জিহাদে যোগ দিতে উদ্বুদ্ধ করতো।