বাংলাদেশ: নড়াইলের গৌড়ীয় মঠ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি



Updated: 21 March, 2023 7:43 am IST

মন্দিরের পর এবার মঠকে টার্গেট করলো দুষ্কৃতীরা। দাবি মত টাকা না দিলে বোমা মেরে মঠ উড়িয়ে দেওয়া হবে, অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে এমনই হুমকি দিলেন মঠের মহারাজকে। ইতিমধ্যেই ওই মহারাজ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, নড়াইল জেলার নড়াগতি থানা এলাকায় অবস্থিত শ্রী গৌর সারস্বত গৌড়ীয় মঠ। সেই মঠের বর্তমান রক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন সার মহারাজ।

ছবি: থানায় দায়ের করা অভিযোগ

থানায় লিখিত অভিযোগে মহারাজ জানিয়েছেন যে গত ১৪ই মার্চ বিকেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর ব্যক্তিগত মোবাইলে ফোন করেন। ফোন করে মহারাজকে ৭২ ঘন্টার মধ্যে দশ লক্ষ টাকা দেওয়ার কথা বলে। দশ লক্ষ টাকা না দিলে বোমা মেরে মঠটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েন মহারাজ।

পরে গত ১৬ই মার্চ তারিখে নড়াগাতী থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, যার নম্বর – GDE ৬২০; তারিখ – ১৬/০৩/২০২৩। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।