বাংলাদেশ: চাঁদপুরের মন্দিরে চুরি, গ্রেপ্তার আখতার হোসেন



Updated: 08 December, 2023 5:59 am IST

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থানে ইসলামিক মৌলবাদীদের হামলা অব্যাহত। এবারে চাঁদপুরের একটি হিন্দু মন্দিরের দান বাক্স ভেঙে চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ আখতার হোসেন(২৫) নামে এক মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে।

জানা গিয়েছে, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার একটি বিখ্যাত মন্দির শ্রী শ্রী লক্ষীনারায়ণ জিউর মন্দির। মন্দিরটি ফরিদগঞ্জ থানার থেকে কয়েকশো মিটার দূরে অবস্থিত। গত মঙ্গলবার রাতে ওই মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি করার ঘটনা ঘটে। সেই ঘটনায় উপজেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে নামে পুলিশ।

গতকাল ৭ই ডিসেম্বর, বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, “মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করি। তারপর পুলিশের একটি দল হানা দিয়ে আখতার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে চুরি যাওয়া টাকা এবং মন্দিরের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তিনি আরও জানান যে ধৃত আখতার হোসেন ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের অন্তর্গত সন্তোষপুর গ্রামের বাসিন্দা। এর আগেও একাধিকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে সে। ঘটনার দিন চুরি করার জন্য তাঁর গ্রামের লোকজন মারধর করে আখতার হোসেনকে। সেই ঘটনায় গ্রামের লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে ফরিদগঞ্জে এসেছিলেন আখতার। কিন্তু থানার কাছেই বড়ো মন্দির দেখে তাঁর মত পাল্টে যায়। মন্দিরে চুরি করার সিদ্ধান্ত নেয় সে। থানায় অভিযোগ দায়ের করার বদলে এলাকায় রাত গভীর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে সে। পরে গভীর রাতে মন্দিরের দানবাক্স ভেঙে নিয়ে পালিয়ে যায়।