বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতন অব্যাহত। এবার ঢাকার তেলুগুভাষী হিন্দুদের বাড়িঘর থেকে উচ্ছেদ করলো প্রশাসন। রাতারাতি বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। গতকাল ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকার ধলপুরে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
খবর অনুযায়ী, ঢাকা সাউথ সিটি করপোরেশন সরকারি জমির উপরে বসবাস করা তেলুগুভাষী পরিবারদের উচ্চেদ করার জন্য নোটিস দেয়। সেই নোটিস পেয়ে প্রতিবাদে নামে হিন্দু সংখ্যালঘুরা। কিন্তু তাদের আবেদন কিংবা প্রতিবাদে কান দেয়নি সরকার কিংবা স্থানীয় প্রশাসন।
গতকাল তেলেগুভাষী হিন্দুদের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়। দুটি মন্দির, একটি স্কুল এবং একটি চার্চ ভেঙে ফেলা হয়। অনেক হিন্দু উচ্ছেদ অভিযানের পূর্বে তাদের বাড়ির মূল্যবান জিনিসপত্র সরিয়ে ফেলেন। অনেকের কোথাও যাওয়ার জায়গা না থাকা খোলা আকাশের নিচে আশ্রয় নেন।
অনেকে ব্যানার হাতে রাস্তায় নীরব বিক্ষোভ সামিল হন। সেই ব্যানারে ছিল করুন আর্তি, ‛মাথা গুজার ঠাঁই চাই,’ ‛জাত সুইপারদের জন্য একটু জায়গা চাই’। তবে সেসব দাবিতে কেউই কান দেননি। এমনকি ধলপুরের সায়েদাবাদ এলাকায় অবস্থিত তেলুগু মাধ্যম একটি প্রাথমিক স্কুলও ভেঙে ফেলা হয়। সব মিলিয়ে ঢাকার তেলুগু কলোনিতে এখন শুধুই শূন্যতা।
প্রসঙ্গত, ব্রিটিশরা বর্তমান অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে তেলুগুভাষী হিন্দুদের ঢাকায় নিয়ে আসে। মূলত ঢাকা শহরে সাফাইকর্মীর কাজ করার জন্য এদের নিয়ে আসা হয়। ওই সাফাইকর্মীরা ব্রিটিশ আমল থেকেই ঢাকা শহরের ধলপুরে বস্তি করে থাকতে শুরু করে করেন। গড়ে ওঠে তেলুগু কলোনি। সেই থেকে ওই কলোনিতে বংশপরম্পরায় রয়েছেন তাঁরা। কিন্তু বর্তমানে ঢাকা সাউথ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর ওই কলোনি সরকারি জমির উপরে রয়েছে বলে উচ্ছেদের নোটিস দেন।