নতুন একটি জিহাদী গোষ্ঠীর হদিস মিললো বাংলাদেশে। পুলিশ জানিয়েছে, নতুন এই জিহাদী গোষ্ঠীর নাম ‘জামায়াতুল আনসার ফির হিন্দাল শারক্বিয়া’। এক অভিযানে গোষ্ঠীর প্রধান অর্থাৎ নায়েবে আমির মহিবুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তরফে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয় যে ধৃতের নাম মো মহিবুল্লাহ ওরফে শায়েখ (৪৮)। তাকে গত বুধবার ঢাকার সায়েদাবাদের বাস টার্মিনাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।
সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, গত বছর জানুয়ারিতে এই জঙ্গি সংগঠনের নেতারা বান্দরবানের দুর্গম পাহাড়ে বম পার্টির (কেএনএফ) ছত্রছায়ায় প্রশিক্ষণ নিতে যান। সেখানেই আনুষ্ঠানিকভাবে এই জঙ্গি দলটির নামকরণ হয় জামায়াতুল আনসার ফির হিন্দাল শারক্বীয়া।
সম্প্রতি ঘরছাড়া কয়েকজন তরুণ-যুবকের খোঁজে নেমে নতুন জঙ্গি দলটির খোঁজ পায় র্যাব; এই দলটির সঙ্গে পাহাড়ি সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের যোগসাজশও বেরিয়ে আসে।
প্রসঙ্গত উল্লেখ্য, অতীতে বাংলাদেশের মাটিতে জেএমবি, নিও জেএমবি এবং হুজির মত জিহাদী গোষ্ঠী সক্রিয় ছিল। কিন্তু গোয়েন্দা ও পুলিশের লাগাতার অভিযানের মুখে সেসব গোষ্ঠীর অস্তিত্ব এখন অনেকটাই ক্ষীণ। এমতাবস্থায় জিহাদী মতাদর্শে উদ্বুদ্ধ মুসলিম যুবকদের জন্য নতুন এই জিহাদী গোষ্ঠী খোলা হয়েছিল বলে খবর। কিন্তু ঘরছাড়া মুসলিম যুবদের উদ্ধারের তদন্তে নেমে এই গোষ্ঠীর হদিস পায় পুলিশ। তবে এখনও সংগঠনটির পুরো নেটওয়ার্কের হদিস পায়নি গোয়েন্দারা। আগামীদিনে জিহাদী গোষ্ঠীর বাকিদের খোঁজে অভিযান চলবে বলে জানান গোয়েন্দারা।