বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দুর্দিন চলছেই। এক মাস পেরিয়ে গেলেও নিখোঁজ হিন্দু নাবালিকাকে উদ্ধার করতে কোনও উদ্যোগ নিচ্ছে না পুলিশ। ঘটনা দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার।
জানা গিয়েছে, ফুলবাড়ী উপজেলার বারাই গ্রামের বাসিন্দা তমা রাণী মহন্ত(১৬)। সে স্থানীয় বারাই মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। গত ১৪ই মে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি সে। পরে গত ২০শে মে ফুলবাড়ী থানায় মেয়েকে খুঁজে পেতে একটি অভিযোগ দায়ের করেন তমার মা।
কিন্তু নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও নাবালিকা তমা রাণী মহন্তকে উদ্ধার করতে ব্যার্থ পুলিশ। তমার মায়ের অভিযোগ, থানায় বারবার যাওয়া সত্বেও তাদের মেয়ের কোনও খোঁজ দিতে পারছে না পুলিশ। এমনকি পুলিশ তাকে মেয়ের খোঁজ না করার পরামর্শ দিয়েছে বলে অভিযোগ করেছেন তমার মা।
তমার মায়ের অভিযোগ, “পুলিশের কাছে গেলে পুলিশ বলে যে আপনার মেয়ে মুসলিম ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। তাই খুঁজে কোনও লাভ নেই। কিন্তু আমার মেয়ের এমন কোনও সম্পর্ক ছিল না। আমি বলেছি যে আমার মেয়ের মেয়েকে খুঁজে বের করুন। কিন্তু পুলিশের কোনও চেষ্টা নেই।”
কাঁদতে কাঁদতেই তমার মা, “আমার মেয়েকে আমি খুব যত্নে বড়ো করেছি। আমি তাকে ছাড়া বাঁচবো না। আমার মেয়েকে খুঁজে এনে দিক, আমি আর কিচ্ছু চাই না।”
উল্লেখ্য, বাংলাদেশে হিন্দু মেয়ে অপহরন কিংবা নিখোঁজ হলে উদ্ধার করতে পুলিশের তেমন কোনও হেলদোল থাকে না, এমন অভিযোগ দীর্ঘদিনের। এর আগে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার পূজা কর্মকার নামে এক হিন্দু মেয়েকে অপহরন করার অভিযোগ ওঠে। প্রায় ৩ মাস হতে চললো, এখনও পর্যন্ত পূজাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।