প্রায় ৬ বছর মামলা চলার পর নাসিরনগরে হিন্দুদের উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৩ জন ইসলামিক মৌলবাদীকে কারাদণ্ড দিলো আদালত। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজ এই রায় দেন। সাজাপ্রাপ্ত সবাইকে ২ হাজার টাকা করে জারিমানাও করা হয়েছে।
রায় অনুযায়ী, ১৩ জনকে সাড়ে চার বছর জেলে থাকতে হবে। তবে এই রায়ে খুশি নন সাজাপ্রাপ্তদের আইনজীবী। তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন।
যে ১৩ জনের কারাদণ্ড হয়েছে তাঁরা হলেন দেওয়ান আতিকুর রহমান আঁখি, মো. মোখলেছ মিয়া, মো. মফিজুল হক, খসরু মিয়া, নাজির রহমান, মো. মাফুজ মিয়া, ইদু মিয়া, শেখ মো. আব্দুল আহাদ, সায়হাম রাব্বি শ্যাম, মীর কাশেম, আনিস মিয়া ও তাবারক রেজা, সজিব চৌধুরী।
উল্লেখ্য, নাসিরনগরে হামলার ঘটনায় মোট দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তাদের মধ্যে বারোয়ারী দুর্গা মন্দিরে হামলার ঘটনায় দায়ের হওয়া অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৩ জনের সাজা ঘোষণা হলো। বাকি আর একটি মামলা এখনও বিচারাধীন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০শে অক্টোবর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভয়াবহ হামলা চালায় উন্মত্ত ইসলামিক মৌলবাদীরা। কয়েকশো বাড়িঘরে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। কয়েকটি মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
সেই ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে রসরাজ দাস নামে এক হিন্দু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে তদন্তে দেখা যায় যে রসরাজ দাস আদতে ফেসবুক চালাতে জানেন না। তাঁর স্মার্টফোন নেই। রসরাজ দাস পেশায় জেলে এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাঁর নামে ফেসবুক প্রোফাইল খুলে উস্কানিমূলক পোস্ট করেন জাহাঙ্গীর নামে এক ব্যক্তি।